ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খাদ্য যোগাতে এ্যাপ!

প্রকাশিত: ০৫:৫১, ৩ জুলাই ২০১৬

খাদ্য যোগাতে এ্যাপ!

যে কোন ব্যবসায় প্রতিষ্ঠান, অনুষ্ঠানের আয়োজক কিংবা যে কেউ তাদের উদ্বৃত্ত খাবার যদি অভুক্তদের মধ্যে বিলিয়ে দিতে চান, তবে অতিরিক্ত খাবারের একটি ছবি তুলে কোপিয়া এ্যাপে ছেড়ে দিতে হবে। আর এই খাবারগুলো সংগ্রহ করে নিয়ে যাওয়ার সময়টাও সেই এ্যাপে লিখে দিতে হবে। যে কোন ধরনের অতিরিক্ত খাবার, রান্না করা কিংবা কাঁচা, প্যাকেটজাত বা খোলা সবই পৌঁছানো যায় এই এ্যাপের মাধ্যমে। এরপর এ্যাপটি নিজে থেকেই কাছের কোন প্রতিষ্ঠানের সঙ্গে দানের বিষয়টি ঠিক করে নেয়। কোন খাদ্য কোথায় যাবে, তা ঠিক হয় একটি এ্যালগরিদমের মাধ্যমে। কেননা ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের পছন্দের খাদ্য তালিকা ভিন্ন এবং অবস্থানটাও আলাদা। তাই খাবারের ধরন, প্রতিষ্ঠানের অবস্থান এবং কতটা ঘন ঘন খাবার পাঠানো হবে, এই তিন হিসাবের ভিত্তিতে এ্যালগরিদম সাজানো হয়। গন্তব্য ঠিক হয়ে গেলে, একজন চালক গাড়ি নিয়ে সেখানে এসে খাবারগুলো নিয়ে যাবেন এবং নির্ধারিত স্থানে পৌঁছে দেবেন। এই চালকদের বলা হয় ‘ফুড হিরো’। প্রতিটি দানের জন্য এ্যাপটি একটি প্রতিবেদন তৈরি করে, যাতে দেখা যায় সেই খাবার কোথা থেকে কোথায় গেল এবং কতজন অভুক্ত মানুষ সেই খাবার খেতে পারল। এ্যাপটির কার্যক্রম আপাতত যুক্তরাষ্ট্রে সীমাবদ্ধ থাকলেও আগামী বছর নাগাদ সারা বিশ্বে ছড়িয়ে পড়বে কোপিয়া। এমনই আশা করছেন এই এ্যাপ নির্মাতারা। কোপিয়া নামের নতুন এক এ্যাপের সাহায্যে বেঁচে যাওয়া খাবার কোন অলাভজনক প্রতিষ্ঠানের মাধ্যমে নিকটস্থ অভুক্তদের দান করে দেয়া সম্ভব। সূত্র : ওয়েবসাইট
×