ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নওগাঁ সীমান্তে ৬ গরু পাচারকারীকে পাকড়াও করেছে বিজিবি

প্রকাশিত: ০০:২৪, ২ জুলাই ২০১৬

নওগাঁ সীমান্তে ৬ গরু পাচারকারীকে পাকড়াও করেছে বিজিবি

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ গতকাল শুক্রবার দিনগত রাত সাড়ে ১১টার সময় বিজিবি নওগাঁ ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রামদাসপুর বিওপির টহল দল সীমান্তের ২১৪ নং মেইন পিলারের কাছে অভিযান চালিয়ে গরু পাচারকারী দলের ৬ সদস্যকে পাকড়াও করেছে। এসময় পাচারকারী দলের ১ জন পালিয়ে যায়। আটককৃতরা হলো, বাবুল হোসেন (৩০), রবি (২২), এজাজুল (২৬), মন্টু মিয়া (৫০), মোহসীন (১৮)ও মোঃ হালিম (২০)আটককৃতরা সকলেই চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার বেগপুর গ্রামের বাসিন্দা। নওগাঁ ৪৩ বিজিবির পরিচালক অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ জাহিদ হাসান পিবিজিএম, জি+ জানান, আটককৃতরা ভারত থেকে অবৈধপথে গরু পাচারের জন্য রামদাস ব্রিজের পাশের জঙ্গলে মিলিত হলে বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে তাদের চ্যালেঞ্জ করে। এব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
×