ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৬ বন্দুকধারী নিহত, ধরা পড়েছে একজন ॥ প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১৯:২০, ২ জুলাই ২০১৬

৬ বন্দুকধারী নিহত, ধরা পড়েছে একজন ॥ প্রধানমন্ত্রী

অনলাইন রিপোর্টার ॥ গুলশানের ক্যাফেতে কমান্ডো অভিযান চালিয়ে ১৩ জিম্মিকে জীবিত উদ্ধারের পাশাপাশি ছয় হামলাকারীকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই জঙ্গি হামলায় জড়িত একজন ধরা পড়েছেন বলেও শনিবার সকালে এক অনুষ্ঠানে জানিয়েছেন তিনি। রাজধানীর কূটনীতিকপাড়ায় সকালে কমান্ডো অভিযান চালিয়ে জিম্মি সঙ্কটের অবসানের কয়েক ঘণ্টার মধ্যে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে আসেন সরকার প্রধান। ঘটনাটিকে জঙ্গি হামলা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “অস্ত্রধারীদের ছয়জন মারা গেছে, একজনকে ধরতে পেরেছি।” শুক্রবার রাতে হলি আর্টিজেন বেকারিতে একদল যুবক অস্ত্র ও বিস্ফোরক নিয়ে একদল যুবক ঢুকে বিদেশিসহ বেশ কয়েকজনকে জিম্মি করে। সকালে কমান্ডো অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। প্রধানমন্ত্রী বলেন, “১৩ জনকে জীবিত উদ্ধার করতে পেরেছি, কয়েকজন মারা গেছে। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
×