ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৩ পুলিশ আহত

ঝিনাইদহে বন্দুকযুদ্ধে দুই শিবির কর্মী নিহত, অস্ত্র উদ্ধার

প্রকাশিত: ০৫:৫৪, ২ জুলাই ২০১৬

 ঝিনাইদহে বন্দুকযুদ্ধে  দুই শিবির কর্মী নিহত, অস্ত্র  উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ১ জুলাই ॥ পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই শিবির ক্যাডার নিহত হয়েছে। নিহতরা হলো ঝিনাইদহ সদর উপজেলার বদনপুর গ্রামের রজব আলীর ছেলে শহীদ আল মাহমুদ (২৫) ও কুষ্টিয়ার জুগিয়া ভাটপাড়ার সাব্দার হোসেনের ছেলে আনিছুর রহমান (২৬)। তারা দু’জনই শিবির ক্যাডার বলে জানা গেছে। শুক্রবার ভোরে সদর উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের রাস্তার পাশে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, তেঁতুলবাড়ীয়া এলাকায় একদল দুর্বৃত্ত নাশকতা সৃষ্টির জন্য অবস্থান করছে। খবর পেয়ে পুলিশের একটি টহল দল তেঁতুলবাড়ীয়া রাস্তা দিয়ে ওই এলাকায় যাচ্ছিল। সে সময় তেঁতুলবাড়ীয় গ্রামের উত্তর মাঠের মধ্যে পৌঁছলে দুবৃর্ত্তরা পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পুলিশ পাল্টা চালায় গুলি। উভয়পক্ষের মধ্যে প্রায় ২০ মিনিট গুলিবিনিময় হয়। এতে পুলিশের এসআই প্রবীর, সদস্য রাব্বি ও তরিকুল আহত হন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ২ জনের গুলিবিদ্ধ লাশ ১টি ওয়ান শূটার গান, ৬ রাউন্ড গুলি, ৫টি বোমা, ৬টি হাসুয়া উদ্ধার করে।
×