ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জেসন রয় নিজেও বিস্মিত!

প্রকাশিত: ০৫:১৮, ২ জুলাই ২০১৬

জেসন রয় নিজেও বিস্মিত!

স্পোর্টস রিপোর্টার ॥ ক্যারিয়ারে তিন সেঞ্চুরির দুটিই এই সিরিজে, জেসন রয় নিজেও এতটা আশা করেননি। প্রত্যাশার চেয়েও প্রাপ্তিটাকে বেশি বলে মনে করছেন রঙ্গিন পোশাকের ইংলিশ ওপেনার! শ্রীলঙ্কার বিপক্ষে বৃষ্টিবিঘিœত চতুর্থ ওয়ানডেতে জয়ের জন্য ৪২ ওভারে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৩০৬ রান। রয়ের ১৬২ রানের ম্যারাথন ইনিংসের সৌজন্যে স্বাগতিকরা সেটি ডাল-ভাত বানিয়ে ১ ওভার ৫ বল আগেই তুলে নেয় ৬ উইকেটের বিশাল জয়। সঙ্গে ২-০তে সিরিজ নিশ্চিত ইয়ন মরগানদের। আজকের শেষ ম্যাচটা তাই আনুষ্ঠানিকতার। বার্মিহামের দ্বিতীয় ওয়ানডেতে করেছিলেন অপরাজিত ১১২, সেদিন রেকর্ড গড়ে জিতেছিল দল। রয়ের নিজের যেমন বিশ্বাস হচ্ছে না, তেমনি দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত ২৫ বছর বয়সী ব্যাটসম্যানে মুগ্ধ তার অধিনায়ক মরগান। ‘এটা দারুণ এক দিন। আমি বিস্মিত। কঠিন পরিশ্রম করেছি। হয়ত তারই ফল। তবে দ্বিতীয় সেঞ্চুরির পথে দলকে এভাবে সিরিজ জেতাতে পারব ভাবিনি। দুটি সেঞ্চুরিই স্পেশাল। আনন্দের মাত্রাটা ঠিক ভাষায় প্রকাশ করতে পারছি না। সিরিজের শুরুতে নিজেকে এতটা গুরুত্বপূর্ণ মনে হয়নি, যতটা আমি করতে পেরেছি। সত্যি বিস্মিত!’ বলেন ওভালে সিরিজ নিশ্চিত করা চতুর্থ ম্যাচে সেঞ্চুরির পর আবেগাপ্লুত রয়। ৪২ ওভারে ৩০৬ সহজ নয়। কিন্তু লঙ্কান বোলারদের হতাশায় ডুবিয়ে স্ট্রোকের ফুলঝুরি ছোটান ডানহাতি উইলোবাজ। ১১৮ বলে ১৩ চার ও ৩ ছক্কায় ১৬২ রান করে শেষ ব্যাটসম্যান (চতুর্থ) হিসেবে নুয়ান প্রদীপের বলে বোল্ড হন। ৫৪ বলে ৬৫ রান করে ভাল সঙ্গ দেন জো রুট। ইংল্যান্ড ইতিহাসের মাত্র পঞ্চম ব্যাটসম্যান হিসেবে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে দুটি সেঞ্চুরি হাঁকালেন রয়। আজ সেটিকে তিনে নিয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। রয় আউট হওয়ার পর জয় নিশ্চিত করতে ইংল্যান্ডকে আরও ২ ওভার খেলতে হয়েছে, তাতে তরুণ তারকার একটা আফসোস সঙ্গী হয়েছে! আর মাত্র ৬টি রান করতে পারলে ওয়ানডেতে ইংল্যান্ডের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের মালিক হয়ে যেতেন। রেকর্ডটা ১৯৯৩ সালে বার্মিহামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬৭ রানে অপরাজিত রবিন স্মিথের দখলে। রয় অবশ্য বলেছেন, রেকর্ডের বিষয়টা জানতেন না। তাছাড়া দলকে জেতাতে পেরেই খুশি তিনি। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার ২৫৫ রান টপকাতে কোন উইকেট হারাতে হয়নি ইংল্যান্ডকে। রয় ১১২ ও অপর ওপেনার এ্যালেক্স হেলস অপারিজত থাকেন ১৩৩ রানে। ২৫৬/০ (৩৪.১ ওভার)Ñ ওয়ানডেতে যা উইকেট না হারিয়ে সফল রান চেজের নতুন রেকর্ড।
×