ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লক্ষ মানুষের জীবনের দুয়ার খুলে যাবে

প্রকাশিত: ০৪:০৩, ২ জুলাই ২০১৬

লক্ষ মানুষের জীবনের দুয়ার খুলে যাবে

মাগুরা পৌর এলাকার নবগঙ্গা নদীতে একটি ব্রিজ নির্মাণের কাজ শেষ হলে এক লক্ষ মানুষের জীবনের দুয়ার খুলে যাবে। ফলে তারা দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবেন। নির্মাণ কাজ শেষ হবে ২০১৭ সালের ২১ মে। জানা গেছে, মাগুরা শহরের পাশ দিয়ে প্রবাহিত নবগঙ্গা নদীতে ১০ কোটি ৬৭ লক্ষ ৫৬ হাজার টাকা ব্যয়ে ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এলজিইডি ১৭৫ মিটার লম্বা গার্ডার ব্রিজ নির্মাণ করছে। ফলে এক লক্ষ মানুষ উপকৃত হবেন। এতদিন বাঁশের সাঁকো এবং নৌকাতে করে এলাকাবাসী জীবনের ঝুঁকি নিয়ে বিরাট নবগঙ্গা নদী পার হতো। উক্ত এলাকার মানুষ হাট বাজার, স্কুল কলেজ, চাকরি সূত্রে জেলা শহরে আসা যাওয়ার জন্য প্রতিদিন তাদের নৌকায় করে নদী পার হতে হয়। বর্ষা মৌসুমে সব থেকে বেশি ঝুঁকি ছিল। এলাকাবাসী পারাপারের জন্য বাঁশ দিয়ে বিরাট সাঁকো নির্মাণ করেছিল কিন্তু নদীর পানি বৃদ্ধি পাওয়ায় গত বর্ষায় সাঁকোটি ভেঙ্গে যায়। বর্তমানে তাদের নৌকায় করে নদী পার হতে হচ্ছে। ব্রিজ শুরু হওয়ায় গ্রামবাসীদের মধ্যে খুশির বন্যা বয়ে যাচ্ছে। নির্মাণ কাজ চলছে দ্রুত গতিতে। -নিজস্ব সংবাদদাতা, মাগুরা
×