ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কুলিয়ারচরে যাত্রীবাহী বাস খাদে মা ও শিশুপুত্র নিহত

প্রকাশিত: ২০:৫৬, ১ জুলাই ২০১৬

কুলিয়ারচরে যাত্রীবাহী বাস খাদে মা ও শিশুপুত্র নিহত

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ জেলার কুলিয়ারচর উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে মা ও ৮ বছর বয়সের শিশুপুত্র ঘটনাস্থলেই নিহত হয়েছে। এ সময় আরো অন্তত ৬ জন আহত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব সড়কের রামদি ইউনিয়নের মনোহরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, সকালে ঢাকা থেকে অনন্যা সুপার পরিবহণের একটি যাত্রীবাহী বাস কিশোরগঞ্জ যাচ্ছিল। পথিমধ্যে মনোহরপুর এলাকায় অতিক্রমকালে হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসে থাকা নাদিরা বেগম (৩০) ও তার শিশুপুত্র (৮) মারা যায়। নিহত নাদিরা জেলার কটিয়াদী উপজেলার লোহাজুরী গ্রামের কামরুজ্জামানের স্ত্রী ও তার শিশুপুত্র আনাস (৮)। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। ভৈরব হাইওয়ে থানা পুলিশের ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাস্থলে পৌঁছে বাসটি উদ্ধারের কাজ করছেন।
×