ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

স্পেনের কোচের দায়িত্ব ছেড়েছেন দেল বস্ক

প্রকাশিত: ১৯:২৯, ১ জুলাই ২০১৬

স্পেনের কোচের দায়িত্ব ছেড়েছেন দেল বস্ক

অনলাইন ডেস্ক॥ স্পেনের জাতীয় ফুটবল দলের সঙ্গে আট বছরের কোচিং ক্যারিয়ারের ইতি টেনেছেন ভিসেন্ট দেল বস্ক। গতকাল স্পেনের জাতীয় রেডিওতে কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর এ ঘোষণা দেন ৬৫ বছর বয়সী বস্ক। ইউরোর চলমান ১৫তম আসরের শেষ ষোলোতে ইতালির কাছে ২-০ গোলে হারের প্রেক্ষিতেই পদত্যাগের সিদ্ধান্ত তার। অবশ্য আগামী মাসেই তার চুক্তি শেষ হওয়ার কথা ছিল। খবর রয়টার্সের গত সোমবার ইউরোর শেষ ষোলোর এক ম্যাচে ইতালির কাছে ২-০ গোলে হারে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। এ হারের পর কোচের পদে থাকার কোনো ইচ্ছা নেই বলে গতকাল স্পেনিশ রেডিওকে জানান মি. বস্ক। উল্লেখ্য, দেল বস্কের অধীনে থেকেই ২০১০ সালে প্রথম বিশ্বকাপ শিরোপা জেতে স্পেন। এছাড়া ২০১২ সালে তার কোচিংয়েই দ্বিতীয় ইউরো শিরোপা জেতে দলটি। স্পেন ২০০৮ সালে প্রথম ইউরো শিরোপা জিতেছিল।
×