ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নিলামে ব্যর্থ হীরকখণ্ড !

প্রকাশিত: ০৬:৫৭, ১ জুলাই ২০১৬

নিলামে ব্যর্থ হীরকখণ্ড !

বিশ্বের সবচেয়ে দ্বিতীয় বৃহত্তম হিরকখ- বতসোয়ানার ‘লেসেডি লা রোনা’ নিলামে তোলার পর তা বিক্রি হয়নি। হতে ব্যর্থ হয়েছে। গত ১০০ বছরের মধ্যে এটি একটি রেকর্ড। ১,১০৯ ক্যারাটের এই হীরকখ-টি আকারে একটি টেনিস বলের সমান। এর নামের অর্থ ‘আমাদের আলো’। গত বছরের নবেম্বরে বতসোয়ানার এক খনিতে পাওয়া হীরাটির নিলামে দাম ধরা হয় ৭ কোটি ডলার। - গার্ডিয়ান
×