ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পঞ্চগড়ে বাসচালককে মারপিট ॥ প্রতিবাদে বার ভবনে হামলা

প্রকাশিত: ০৬:৪২, ১ জুলাই ২০১৬

পঞ্চগড়ে বাসচালককে মারপিট ॥ প্রতিবাদে বার ভবনে হামলা

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ আইনজীবী কর্তৃক এক বাস চালককে মারধরের প্রতিবাদে তুলকালাম কা- ঘটেছে। মোটর পরিবহন শ্রমিকরা জেলা জজকোর্টের সামনে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে অবস্থান নিয়ে দিনভর আদালত চত্বর ও আইনজীবী সমিতির ভবনে ইটপাটকেল নিক্ষেপ করে আইনজীবীদের অবরুদ্ধ করে রাখে। এ সময় উত্তেজিত শ্রমিক ও আইনজীবীদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে বার ভবনের জানালার কাচ ভেঙ্গে যায়। জজকোর্টের বাইরের গ্যারেজে রাখা অসংখ্য মোটরসাইকেল ভাংচুর করা হয়। উত্তেজিত শ্রমিকরা বেশ কয়েকবার আদালত চত্বরে ঢোকার চেষ্টা চালায়। কিন্তু পুলিশ তাদের আটকে দেয় এবং কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বিক্ষুব্ধ শ্রমিকরা শহরের বিভিন্ন স্থানে মহাসড়কে বাস-ট্রাক দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। এতে পঞ্চগড়ের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এদিকে মহাসড়ক অবরোধ ও ভাংচুরের ছবি তুলতে গিয়ে কয়েক সাংবাদিকও লাঞ্ছিত হয়েছেন এবং তাদের ক্যামেরা ভাংচুরের চেষ্টা করা হয়েছে। এছাড়াও এক আইনজীবীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি মোকাবেলায় জেলা জজ আদালতসহ বিভিন্ন স্থানে র‌্যাব, বিজিবি ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ অবস্থা বিরাজ করে। বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের সভাকক্ষে যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা পরিষদ প্রশাসক এ্যাডভোকেট আবু বকর ছিদ্দিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম আজম, অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ, সিনিয়র সহকারী জজ লুুৎফর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, পৌর মেয়র তৌহিদুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট গোলাম হাফিজ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মজনুর রহমান, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি এ রহমান মুকুল, মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক আপেল মাহমুদ ও চার পরিবহন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে জানানো হয় শুক্রবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উদ্ভূত সমস্যা নিয়ে এক সভা অনুষ্ঠিত হবে। সে পর্যন্ত অবরোধ স্থগিতের সিদ্ধান্ত নেয়া হলে শ্রমিকরা তাদের অবরোধ প্রত্যাহার করে নেন।
×