ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে ৯ দিনের ছুটি শুরু

প্রকাশিত: ০৪:২৭, ১ জুলাই ২০১৬

পুঁজিবাজারে ৯ দিনের ছুটি শুরু

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত মোট ৯ দিন বন্ধ থাকবে দেশের পুঁজিবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্র জানিয়েছে, জুলাই মাসের প্রথম দিন থেকে ডিএসই ও সিএসইর অফিসের সব কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১০ জুলাই থেকে আগের নিয়মে পুঁজিবাজারে লেনদেন চলবে। ঈদের পর দুই স্টক এক্সচেঞ্জের অফিস আগের সময় অনুযায়ী সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলবে। আর শেয়ার লেনদেন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলবে। যা রমজান উপলক্ষে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা এবং সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলেছে। -অর্থনৈতিক রিপোর্টার পুঁজিবাজারে ৭ কোম্পানি লভ্যাংশ পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানি সমাপ্ত হিসাব বছরের নগদ ও বোনাস লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক ও বিও হিসাবে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হচ্ছে - ইসলামী ব্যাংক, বেক্সিমকো ফার্মা, সেন্ট্রাল ইন্স্যুরেন্স,প্রভাতি ইন্স্যুরেন্স, অগ্রণী ইন্স্যুরেন্স, ঢাকা ব্যাংক ও ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স। সূত্র জানায়, প্রভাতি ইন্স্যুরেন্স ও অগ্রণী ইন্স্যুরেন্স ছাড়া বাকী কোম্পানিগুলো বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। অন্যদিকে প্রভাতি ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর, ২০১৫ সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিও হিসাবে পাঠিয়েছে। আর অগ্রণী ইন্স্যুরেন্স কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিনিয়োগকারীদের নিজস্ব ঠিকানায় লভ্যাংশ পাঠিয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×