ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ছুটির আগে সূচকের ইতিবাচক প্রবণতা

প্রকাশিত: ০৪:২৬, ১ জুলাই ২০১৬

ছুটির আগে সূচকের ইতিবাচক প্রবণতা

অর্থনৈতিক রিপোর্টার ॥ পবিত্র ঈদ উল ফিতরের বড় ছুটির আগে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের দুই স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের ইতিবাচকতায় লেনদেন শেষ হয়েছে। উভয় বাজারে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। তবে এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমেছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে। তবে উভয় বাজারেই দিনটিতে লেনদেন কমেছে। বুধবার ডিএসইতে ব্লক মার্কেটে আইডিএলসির প্রায় ১৯৭ কোটি টাকা লেনদেনের কারণেই বড় ধরনের উল্লম্ফন ঘটেছিল। কিন্তু বৃহস্পতিবারে ব্লক মার্কেটে মাত্র ১৮ কোটি টাকা লেনদেন হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৩৭৭ কোটি ২৮ লাখ টাকার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় প্রায় ২০৮ কোটি ৯৬ লাখ টাকা বা ৩৬ শতাংশ কম। বুধবার এই বাজারে ৫৮৬ কোটি ২৪ লাখ টাকা লেনদেন হয়েছিল। বৃহস্পতিবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৮৬টির, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৫০৭ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১১০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৭০ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা, একমি ল্যাবরেটরিজ, ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, বেক্সিমকো ফার্মা, আমান ফিড, কেয়া কসমেটিকস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ও ফার কেমিক্যাল। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : সিইএমএল লেকচার মিউচুয়াল ফান্ড, পূবালী ব্যাংক, ফাস্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, এনসিসি ব্যাংক মিউচুয়াল ফান্ড, জনতা ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, ইস্টার্ন ব্যাংক মিউচুয়াল ফান্ড, ভ্যানগার্ড মিউচুয়াল ফান্ড ও ১ম জনতা মিউচুয়াল ফান্ড। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৪১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮১৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪১টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ইসলামী ব্যাংক, স্কয়ার ফার্মা, একমি ল্যাবরেটরিজ, ফার কেমিক্যাল, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, প্রিমিয়ার সিমেন্ট, লিন্ডে বিডি, বিএসআরএম লিমিটেড ও জিপিএইচ ইস্পাত।
×