ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঝিনাইদহ শহরের হামদহে ঠিকাদারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

প্রকাশিত: ২২:৫১, ৩০ জুন ২০১৬

ঝিনাইদহ শহরের হামদহে ঠিকাদারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ ॥ ঝিনাইদহ শহরের হামদহের নিজ প্রতিষ্ঠান মুন্সি ট্রেডাস থেকে সোলাইমান হোসেন বিপ্লব (৩০) নামে এক ঠিকাদারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে হমাদহের মুন্সি ট্রেডার্সের ভিতর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। সে শহরের কাঞ্চনপুরের মুন্সি সিরাজুল ইসলামের ছেলে। মুত্যুর আগে সে অফিসের দেওয়ালে মৃত্যুর জন্য কারা দায়ী তাদের নাম ও কারন লিখে গেছে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, ঝিনাইদহ শহরের বিশিষ্ট ঠিকাদার মুন্সি সোলায়মান হোসেন বিপ্লব হামদহ কালীমন্দিরের সামনে তার নিজ অফিস কক্ষে গলায় রশি বাধা অবস্থায় সিলিং এর সঙ্গে ঝুলন্ত রয়েছে বলে পুলিশ খবর পায়। খবর পেয়ে দুপুর সাড়ে ১২ টার দিকে ঘটনাস্থলে পৌছে তার ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর আগে বিপ্লব তার অফিসের দেয়ালে কালী দিয়ে দুই ঠিকাদারের সাথে টাকা-পয়সা লেনদেন তার মৃত্যুর কারন লিখে রেখে গেছে। বিষয়টি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
×