ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

থানচির খাদ্য সংকট এখনো পুরোপুরি কাটেনি

প্রকাশিত: ১৯:২৫, ৩০ জুন ২০১৬

থানচির খাদ্য সংকট এখনো পুরোপুরি কাটেনি

অনলাইন ডেস্ক ॥ বাংলাদেশের পার্বত্য অঞ্চল বান্দরবানের থানচি উপজেলায় দুর্গম পাহাড়ি এলাকার দশ হাজার পাহাড়ি জনগোষ্ঠী 'তীব্র খাদ্য সংকটে দিন কাটাচ্ছে, এমন খবর এসেছিলো গত মাসেই। এরপর সরকারি ভাবে ছাড়াও খাদ্য সরবরাহের নানা উদ্যোগ নেয়া হয়েছিলো। খাদ্য সংকটের খবর প্রকাশের পর বেসরকারি সংস্থা ব্র্যাকের একটি প্রতিনিধি দল দুর্গত এলাকা পরিদর্শন করে এবং সেখানকার খাদ্য সংকটের কারণ বিশ্লেষণ ও পরিস্থিতি পর্যবেক্ষণ করে। ব্র্যাকের ওই প্রতিনিধি দলটির একজন সদস্য গওহর নাইম ওয়ারা বিবিসিকে বলছেন খাদ্য সংকট কাটানো সহজ নয়। সরকার চেষ্টা করছে কিন্তু দুর্গম এলাকায় সেগুলো পৌঁছানো কঠিন। তিনি বলেন পাহাড়িদের জন্য বিতরণ কেন্দ্রে যাওয়াটাও সময় সাপেক্ষ ব্যাপার। সে কারণে সব জায়গায় খাদ্য পৌঁছানো সম্ভব হয়নি এখন। তিনি বলেন আবার অনেক তথ্য পাহাড়িদের কাছে পৌঁছায়নি। খাদ্য সংকটটি হয়েছিলো কেন ?এমন প্রশ্নের জবাবে বৃষ্টির কারণে গত বছর জুম চাষ করা যায়নি। থানচির কিছু দুর্গম এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের দ্বারা একজন নিহত হওয়ায় অনেকেই এলাকা ছেড়ে যাওয়ার কারণেও চাষাবাদ হয়নি। এছাড়া বিশ্ব খাদ্য কর্মসূচির রেশন কর্মসূচিও বন্ধ হয়ে গেছে যেটি পাহাড়িরা জানতোনা। তারও প্রভাব পড়েছে খাদ্য সংকটের মধ্যে। সূত্র : বিবিসি বাংলা
×