ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফরচুন সুজের আইপিও অনুমোদন

প্রকাশিত: ০৬:৪১, ৩০ জুন ২০১৬

ফরচুন সুজের আইপিও অনুমোদন

অর্থনৈতিক রিপোর্টার ॥ ফরচুন সুজ লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৃহস্পতিবার বিএসইসির ৫৭৯তম কমিশন সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেয়া হয়। বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়। এর মাধ্যমে ফরচুন সুজ লিমিটেড পুঁজিবাজারে ২ কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে ২২ কোটি টাকা সংগ্রহ করবে। কোম্পানিটিকে অভিহিত মূল্যে তথা ১০ টাকা দরে শেয়ার ইস্যু করার অনুমোদন দিয়েছে কমিশন। কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড এবং প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড। ২৯ ফেব্রুয়ারি, ২০১৬ তারিখে সমাপ্ত ৯ মাসের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ২২ পয়সা। আর শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৩ টাকা ৭৫ পয়সা। বিএসইসি সূত্রে জানা গেছে, কোম্পানিটি এ টাকা দিয়ে মেশিনারিজ ক্রয়, প্রশাসনিক ভবন নির্মাণ এবং আইপির কাজে ব্যয় করবে।
×