ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিপিএলের সঙ্গে গাঁটছড়া বাঁধল জাজ ভুঁইয়া গ্রুপ

প্রকাশিত: ০৬:৩৮, ৩০ জুন ২০১৬

বিপিএলের সঙ্গে গাঁটছড়া বাঁধল জাজ ভুঁইয়া গ্রুপ

স্পোর্টস রিপোর্টার ॥ বিপিএল শুরুর আগে আরেকটি আনুষ্ঠানিক ধারাবাহিকতা অনুষ্ঠিত হলো বুধবার, বাফুফে ভবনে। বিপিএল ফুটবলের টাইটেল স্পন্সর হয়েছে জাজ ভুঁইয়া গ্রুপ। আগামী পাঁচ বছরের জন্য পেশাদার লীগের স্বত্বাধিকারী এসজিএসের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয় জাজ ভুঁইয়া গ্রুপের। পেশাদার লীগের ২০১৫-১৬ মৌসুমে ফুটবলের পাশে থাকছে জাজ। আগামী এক বছরের জন্য পেশাদার লীগের টাইটেল স্পন্সর হয়েছে তারা। বাফুফে সভাপতি কাজী মোঃ সালাউদ্দিনের তৃতীয়বার নির্বাচনের প্রধান ইশতিহার ছিল ঢাকার বাইরে ফুটবলকে ছড়িয়ে দেয়া। এ লক্ষ্যেই এবার ঢাকা ও ঢাকার বাইরে ছয় ভেন্যুতে হবে পেশাদার লীগ। এবারই প্রথম কোটি কোটি টাকা খরচ করে জাঁকজমকভাবে করা হবে বিপিএলের লোগো উন্মোচন ও উদ্বোধনী অনুষ্ঠান। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সালাউদ্দিন বলেন, ‘ধন্যবাদ জানাতে চাই জাজ ভুঁইয়া গ্রুপকে তারা ফুটবলে এসেছেন। এখন আমরা আগামী চার বছরে ফুটবলটাকে যেখানে দেখতে চাই সেখানে নিয়ে যেতে পারব। জাজ ভুঁইয়া গ্রুপ এর আগে ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকলেও এবারই প্রথম এসেছে ফুটবলের সঙ্গে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফাইজুর রহমান ভুঁইয়া বলেন, ‘ফুটবলকে আরও আকর্ষণীয় ও মনোমুগ্ধকর করতে এবং সাধারণ জনগণের মাঝে ছড়িয়ে দিতে ফুটবলের পাশে এসেছি। ফুটবলের মানকে আরও উন্নত করতে ব্যবসায়ীরা পাশে আসবেন বলে আশা করছি।’ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাফুফের সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি, সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, সদস্য শওকত আলী খান জাহাঙ্গীর।
×