ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাগেরহাটে সন্ত্রাস ও জঙ্গী বিরোধী বিশাল সমাবেশ

প্রকাশিত: ০১:০৬, ২৯ জুন ২০১৬

বাগেরহাটে সন্ত্রাস ও জঙ্গী বিরোধী বিশাল সমাবেশ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ।। ’৭১-এর পরাজিত ঘাতকদের ষড়যন্ত্র রুখতে এবং জঙ্গীবাদ ও গুপ্তহত্যা দমনে সাধারণ মানুষ স্বত:স্ফুর্ত লাঠি-বাঁশি হাতে তুলে নিয়েছে। ইসলামের দোহাই দিয়ে যারা হত্যা, সন্ত্রাস করছে, প্রকৃত অর্থে তারা ইসলামের শত্রু..।” বুধবার বিকেলে বাগেরহাটে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পুলিশের খুলনা রেঞ্জের উপ-মহাপরিদর্শক(ডিআইজি) মনির-উজ-জামান এ কথা বলেন। ষাটগম্বুজ মাঠে বাগেরহাটের পুলিশ সুপার নিজামুল হক মোল্যার সভাপতিত্বে অনুষ্টিত এ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন, র‌্যাব-৬-এর কমান্ডিং অফিসার(সিও) খন্দকার রফিকুল ইসলাম ও বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু। প্রধান অতিথি আরও বলেন, জনসংখ্যার তুলনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য খুবই কম। তাই জঙ্গীবাদ ও গুপ্তহত্যা প্রতিরোধে লাঠি-বাঁশি হাতে ওয়ার্ডে ওয়ার্ডে ডিফেন্স পার্টি গঠন করা হচ্ছে। শান্তিপ্রিয় সাধারণ মানুষ যদি সতর্ক থাকে তাহলে জঙ্গীবাদ ও সন্ত্রাস দমন থাকবে। তিনি এলাকায় কোন অপরিচিত কাউকে দেখলে পুলিশে খবর দিতে এবং আইন নিজের হাতে তুলে না নিতে সবাইকে অনুরোধ করেন।
×