ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চাউলকল মালিক গ্রুপের দপ্তর সম্পাদককে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা

প্রকাশিত: ০১:০৪, ২৯ জুন ২০১৬

চাউলকল মালিক গ্রুপের দপ্তর সম্পাদককে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ বুধবার বেলা সাড়ে এগারোটায় দাশুড়িয়া পল্লী বিদ্যুৎ অফিসের প্রবেশমুখে পিটিয়ে আহত করা হয়েছে পল্লী বিদ্যুৎ অফিসের গ্রাহক, ঈশ্বরদী উপজেলা চাউলকল মালিক গ্রুপ অফিসের দপ্তর সম্পাদক ও মেসার্স আনসারুল ইসলাম রাইস মিলের মালিক আনসারুল ইসলামকে (৪৭)। কোন কারণ ছাড়াই বিদ্যুৎ অফিসের দালালরা তাকে মারধর করেছে। মাঝেমধ্যেই ঐ অফিসে আগত গ্রাহকদের দালালরা করে থাকে। আনসারুলের পক্ষ থেকে থানা পুলিশ ও সাংবাদিকদের নিকট দেওয়া অভিযোগ সুত্রে এসব তথ্য জানাগেছে। সুত্রমতে, গত ২৭ জুন রাতে বজ্রপাতে আনসারুলের রাইস মিলের মোটর পুড়ে যায়। পোড়া মোটর পুনঃস্থাপন করার জন্য বুধবার সকালে আনসারুল আবেদন নিয়ে পল্লী বিদ্যুতের ডিজিএমের অফিসে গিয়ে আবেদন দাখিল করা হয়। আবেদন ভুল হয়েছে বলে অফিস থেকে বলার পর সে সঠিকভাবে আবেদন লিখে নিয়ে আবারও অফিসে যায়। অফিসের গেট দিয়ে ঢোকার সময় বেলা সাড়ে এগারোটায় কতিপয় চিণ্হিত দালাল এসে বাধা দেয়। পরে বাকবিত-ার একপর্যায় তাকে মারপিট করে আহত করে ঐ সন্ত্রাসীরা।এ বিষয়ে পল্লী বিদ্যুৎ অফিসের পক্ষ থেকে কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি। এদিকে আনসারুলকে মারপিট করে আহত করার পর চাউলকল মালিক গ্রুপের নেতারা দোষী ব্যাক্তির শাস্তি দাবি করেছেন।
×