ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বরিশালে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন

প্রকাশিত: ২২:৪৪, ২৯ জুন ২০১৬

বরিশালে যৌতুকের দাবিতে গৃহবধূকে  নির্যাতন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ যৌতুকের দাবীকৃত দুই লাখ টাকা না পেয়ে তিনদিন আটকে রেখে জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকায় নাজমুন্নাহার সাথী (২৪) নামের এক গৃহবধূকে অমানুষিক নির্যাতন করেছে স্বামী ও তার পরিবারের সদস্যরা। মঙ্গলবার রাতে গুরুতর আহত গৃহবধূকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। গৃহবধূ সাথী জানান, মঙ্গলবার দুপুরে কৌশলে সে পালিয়ে বিমানবন্দর থানা পুলিশের দারস্থ হন। পুলিশ তাকে নিয়ে জাকারিয়াদের বাসায় গিয়ে নির্যাতনকারী স্বামীসহ পরিবারের সদস্যদের সতর্ক করে আসেন। কিন্তু এতে আর ক্ষুব্ধ হয়ে ওইদিন সন্ধ্যায় তাকে ফের আটকে হত্যার পরিকল্পনা করে স্বামী ও তার পরিবারের সদস্যরা। একপর্যায়ে তাকে মারধর করে চোখ উৎপাটনের চেষ্টা চালানো হয়। বিমানবন্দর থানার এএসআই এনামুল হক জানান, খবর পেয়ে তাৎক্ষনিক তারা ঘটনাস্থলে পৌঁছে নির্যাতিতা সাথী বেগমকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরবর্তীতে তাকে চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
×