ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘বিমানবন্দরের কর্মীদের সহায়তায় জঙ্গি হানা থেকে বাঁচলাম’ : হৃতিক

প্রকাশিত: ১৯:২৪, ২৯ জুন ২০১৬

‘বিমানবন্দরের কর্মীদের সহায়তায় জঙ্গি হানা থেকে বাঁচলাম’ : হৃতিক

অনলাইন ডেস্ক ॥ আত্মঘাতী বোমা বিস্ফোরণে কেঁপে উঠল তুরস্কের রাজধানী ইস্তানবুলের আতাতুর্ক বিমানবন্দর। মঙ্গলবার রাতের এই হামলায় মৃত্যু হয়েছে অন্তত ৩৬ জনের। আহত শতাধিক। ইস্তানবুল বিমানবন্দরে জঙ্গি হানার ঠিক এক ঘণ্টা আগে সেখানেই ছিলেন বলিউড তারকা হৃতিক রোশন। সঙ্গে ছিল তাঁর দুই ছেলে রেহান এবং রিদান। এ কথা টুইট করে জানিয়েছেন তারকা স্বয়ং। কানেক্টিং ফ্লাইট মিস করে বিমানবন্দরে বহু ক্ষণ আটকে থাকার পর ইকনমিক ফ্লাইট ধরে রওনা হন তাঁরা। ঠিক তার ঘণ্টাখানেকের মধ্যেই ঘটে জঙ্গি হানা। হৃতিক টুইট করেছেন, ইস্তানবুলের জন্য তিনি প্রার্থনা করবেন। ‘শকিং নিউজ। আমরা বিমানবন্দরের কর্মীদের সাহায্যে এক ঘণ্টা আগে বেরিয়ে আসতে পেরেছিলাম।…আমাদের সকলের জঙ্গি হানার বিরুদ্ধে একত্রিত হতে হবে।’ সূত্র : আনন্দাবাজার পত্রিকা
×