ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

২, ৩ ও ৪ জুলাই ব্যাংক খোলা থাকবে

প্রকাশিত: ০৮:২৯, ২৯ জুন ২০১৬

২, ৩ ও ৪ জুলাই ব্যাংক খোলা থাকবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঈদের আগে ১ জুলাই থেকে ছুটি শুরু হলেও ২, ৩ ও ৪ তারিখ ব্যবসায়ীদের সুবিধার্থে কিছু এলাকায় বিশেষ ব্যবস্থায় ব্যাংক লেনদেন চালু রাখার সিদ্ধান্ত দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে দেশের সব বাণিজ্যিক এলাকা ও বড় বিপণিবিতান সংলগ্ন ব্যাংক শাখায় টাকা তোলা ও জমা দেয়া যাবে। আর পোশাক শিল্পঘন এলাকার ব্যাংক শাখাগুলোতে নিয়মিত লেনদেনের পাশাপাশি অন্যান্য কার্যক্রমও চলবে। ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের দাবিতে সাড়া দিয়ে মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের এক সার্কুলারে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। এর আগে পোশাক শিল্প এলাকার ব্যাংক শাখাগুলো কেবল ২ ও ৩ জুলাই খোলা রাখতে বলেছিল বাংলাদেশ ব্যাংক। তবে বাণিজ্যিক এলাকা ও বড় বিপণিবিতান সংলগ্ন ব্যাংকের কোন কোন শাখা খোলা রাখার প্রয়োজন হবে তা ব্যাংকগুলো নিজেরা ঠিক করবে বলে মঙ্গলবারের সার্কুলারে বলা হয়।
×