ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দেশ এখন গভীর সঙ্কটে, আসুন আলোচনায় বসি ॥ ড. কামাল

প্রকাশিত: ০৮:০৫, ২৯ জুন ২০১৬

দেশ এখন গভীর সঙ্কটে, আসুন আলোচনায় বসি ॥ ড. কামাল

স্টাফ রিপোর্টার ॥ মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা অর্জনে ভারতের ভূমিকা প্রসঙ্গে গণফোরামের সভাপতি ও বিশিষ্ট আইনজ্ঞ ড. কামাল হোসেন বলেছেন, যদি কেউ বলে ইন্ডিয়া আমাদের স্বাধীনতা এনে দিয়েছে তবে সেটি ভুল। ইন্ডিয়া বা কারও দয়ায় আমরা স্বাধীনতা পাইনি। ইন্ডিয়া আমাদেরকে উস্কে দিয়েছে, এটা ডাহা মিথ্যা কথা। ইন্ডিয়া আমাদের স্বাধীনতা এনে দেয়নি। দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে। তবে ইন্ডিয়া আমাদের সাহায্য করেছে। লাখো প্রাণের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি। দেশের প্রয়োজনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। মঙ্গলবার রাজধানীর কাকরাইলে হোটেল রাজমণি ঈশা খাঁয় গণফোরাম আয়োজিত ইফতারপূর্ব মতবিনিময় সভায় ড. কামাল হোসেন এসব কথা বলেন। রাজনীতিবিদ, আইনজীবী, সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সম্মানে এই ইফতারের আয়োজন করা হয়। সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশ এখন গভীর সঙ্কটে। এ সঙ্কট সমাধানে আসুন আমরা আলোচনায় বসি। আলোচনা করলে সমাধানের পথ খুঁজে পাব। আমাদের লক্ষ্যে পৌঁছতে পারব। তিনি বলেন, আমরা অন্যদের মতো সরকারের সঙ্গে তাল মিলিয়ে চলতে চাই না। অন্যায়ের সঙ্গে আপস করতে চাই না। কারও দয়ায় আমরা আমাদের ভবিষ্যত গড়ব না। নিজেদের অধিকার নিজেরাই আদায় করব। এ সময় রাজনীতিবিদদের মধ্যে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিক, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব) আব্দুল মান্নান, সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির, নাগরিক ঐক্যের এসএম আকরাম, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির কার্যকরী সভাপতি এমএ গোফরান, সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, ফরোয়ার্ড পার্টির সভাপতি আবম মোস্তফা আমিন উপস্থিত ছিলেন।
×