ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ওয়ানডে র‌্যাঙ্কিং

টাইগারদের আরও কাছে ক্যারিবীয়রা

প্রকাশিত: ০৬:৩৭, ২৯ জুন ২০১৬

টাইগারদের আরও কাছে ক্যারিবীয়রা

স্পোর্টস রিপোর্টার ॥ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ব্যর্থতায় পতন হয়েছে প্রভাবশালী দক্ষিণ আফ্রিকার। র‌্যাঙ্কিংয়ে তিন থেকে চারে নেমে গেছে প্রোটিয়ারা। চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া শীর্ষস্থান মজবুত করেছে। অন্যদিকে শিরোপা জিততে না পারলেও বাংলাদেশের সঙ্গে রেটিং পয়েন্ট কমিয়ে এনেছে সিরিজের ফাইনালে খেলা স্বাগতিক ক্যারিবীয়রা। আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের সাত নম্বরে থাকা টাইগারদের চেয়ে এখন মাত্র ৪ পয়েন্ট পিছিয়ে জেসন হোল্ডারের দল। ৯৮ রেটিং পয়েন্ট নিয়ে যথারীতি সপ্তম স্থানে বাংলাদেশ। অষ্টম স্থানে উইন্ডিজের পয়েন্ট ৯৪। ফাইনাল খেলা ক্যারিবীয়দের ভা-ারে যোগ হয়েছে ৬ পয়েন্ট। বাংলাদেশের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে শুরু করা স্বাগতিকরা লীগ পর্বে অস্ট্রেলিয়াকে একবার এবং তিনে থাকা দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে দুবার করে। ৮৭ পয়েন্ট নিয়ে নয় নম্বরে পাকিস্তান। সিরিজের শিরোপা জয়ী অস্ট্রেলিয়া আছে বহাল তবিয়তেই, শীর্ষে থাকা বিশ্বচ্যাম্পিয়নদের পয়েন্ট ১২৩। ১১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে তাদের তাসমান প্রতিবেশী নিউজিল্যান্ড। প্রোটিয়ারা চারে নেমে যাওয়ায় তৃতীয় স্থানে উঠে এসেছে ভারত ১১০। বর্তমানে পাঁচ ওয়ানডের সিরিজ খেলছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। ১-০ তে এগিয়ে থাকা ইংলিশরা পাঁচে, এক ধাপ পিছিয়ে লঙ্কানরা আছে ছয়ে। আগামী বছর (২০১৭) ৩০ সেপ্টেম্বর র‌্যাঙ্কিংয়ের সেরা সাত দল ও স্বাগতিক ইংল্যান্ড সরাসরি ২০১৯ বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। ব্যাটিংয়ে যথারীতি শীর্ষে এবি ডি ভিলিয়ার্স, বিরাট কোহলি ও হাশিম আমলা। সুনিল নারাইন, ট্রেন্ট বোল্ট, সাকিব আল হাসানÑ বোলিংয়ে এক ধাপ ওপরে উঠে আসা সাকিব অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে আছেন শীর্ষেই। শচীন-ব্রাডম্যান নেই সাঙ্গার একাদশে স্পোর্টস রিপোর্টার ॥ শচীন টেন্ডুলকর, আধুনিক ক্রিকেটের বিস্ময়, তারকাদের তারকা। যে যেভাবে ভাবুন শচীনকে বাদ দিয়ে দল কি করে হয়? প্রশ্নটা অনেকের মনে। তবে ভারতীয় ব্যাটিং-লিজেন্ডের জায়গা হয়নি কুমার সাঙ্গাকারা সর্বকালের সেরা একাদশে। এমন কি সাবেক লঙ্কান তারকার দলে নেই ভিভ রিচার্ডস, স্যার ডন ব্রাডম্যান, কোটর্নি ওয়ালস, সুনীল গাভাস্কারের মতো কিংবদন্তিরা। তবে জায়গা হয়েছে তারই স্বদেশী অরবিন্দ ডি সিলভা, মুত্তিয়া মুরলিধরণ আর চামিন্দা ভাসের। শচীন না থাকলেও আছেন সাবেক অস্ট্রেলিয়া ওপেনার ম্যাথু হেইডেন, দ্য ওয়াল খ্যাত ভারতীয় রাহুল দ্রাবিড়, তিন নম্বরে তার পছন্দ ক্যারিবীয়ান রাজপুত্র ব্রায়ান লারা। ব্যাটিং পজিশন অনুযায়ী তিনি পরের স্থানগুলোতে রেখেছেন রিকি পন্টিং, ডি সিলভা, জ্যাক ক্যালিস ও এ্যাডম গিলক্রিস্টকে (উইকেটরক্ষক)। স্পিনার হিসেবে থাকবেন দুই কিংবদন্তি মুরলিধরণ ও শেন ওয়ার্ন। পেস আক্রমণের নেতৃত্ব দেবেন ওয়াসিম আকরাম। অবশ্য ভাসের পরিবর্তে অস্ট্রেলিয়ান গ্লেন ম্যাকগ্রার জায়াগা হতে পারে বলেও জানিয়েছেন শ্রুীলঙ্কা ইতিহাসের অন্যতম সফল ব্যাটসম্যান সাঙ্গাকারা।
×