ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পেশাজীবীদের মিলনমেলা গণভবনে

প্রকাশিত: ০৬:০০, ২৯ জুন ২০১৬

পেশাজীবীদের মিলনমেলা গণভবনে

বিশেষ প্রতিনিধি ॥ পেশাজীবীদের মিলনমেলা বসেছিল প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে। বুদ্ধিজীবী, শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, আইনজীবী, ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সব শ্রেণী পেশার মানুষ জড়ো হয়েছিলেন তাদের সম্মানে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইফতার মাহফিলে। দীর্ঘদিন পর একসঙ্গে মিলিত হয়ে পেশাজীবী ব্যক্তিত্বরা একে অপরের কুশল বিনিময়ের পাশাপাশি নানা বিষয়ে আলোচনায় মেতেছিলেন। বিকেল সাড়ে ৫টার মধ্যেই পেশাজীবীদের পদচারণায় মুখরিত গণভবনে স্থাপিত বিশাল প্যান্ডেল। ইফতারের আধাঘণ্টা আগেই অনুষ্ঠানস্থলে উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আগত অতিথিদের টেবিলে টেবিলে ঘুরে ঘুরে কুশল বিনিময় করেন এবং শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। ইফতারের আগে দেশমাতৃকার সুখ-সমৃদ্ধি এবং বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের সকল শহীদ, শহীদ মুক্তিযোদ্ধা এবং গণতান্ত্রিক আন্দোলনে শহীদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জাতীয় মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা ইহসানুল হক। প্রধানমন্ত্রীর সঙ্গে মূল মঞ্চে উপস্থিত ছিলেন এমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান, এমেরিটাস অধ্যাপক ড. রফিকুল ইসলাম, স্থপতি ড. জামিলুর রেজা চৌধুরী, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বিচারপতি মেজবাহ উদ্দিন আহমেদ, অধ্যাপক ডাঃ সৈয়দ মোদাচ্ছের আলী, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন, এফবিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমেদ, প্রখ্যাত চিত্রাভিনেতা নায়করাজ রাজ্জাক এবং কৃষিবিদ ড. আমিরুল ইসলাম। এছাড়াও ইফতার মাহফিলে সেক্টর কমান্ডার্স ফোরাম, পেশাজীবী সমন্বয় পরিষদ, সুপ্রীমকোর্ট বার এ্যাসোসিয়েশন, বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন, কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেসক্লাব, আওয়ামী আইনজীবী পরিষদ, এফবিসিআই, বিজেএমইএসহ বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবর্গ উপস্থিত ছিলেন।
×