ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সুপ্রীমকোর্টে ৪ জুলাই ছুটি

প্রকাশিত: ০০:৫৭, ২৮ জুন ২০১৬

সুপ্রীমকোর্টে ৪ জুলাই ছুটি

স্টাফ রিপোর্টার ॥ সরকার ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৪ জুলাই সুপ্রীমকোর্টের আপীল ও হাইকোর্ট বিভাগে ছুটি ঘোষণা করা হয়েছে। ৪ জুলাইয়ের পরিবর্তে ১৬ জুলাই শনিবার কর্মদিবস হিসেবে শুধুমাত্র অফিস খোলা থাকবে। তবে সুপ্রীমকোর্টে এ মুহূর্তে অবকাশকালীন ছুটি চলছে। পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে ১২ জুলাই থেকে উচ্চ আদালতে পুনরায় নিয়মিত বিচারকাজ শুরু হবে। গত ২২ জুন নির্বাহী আদেশে ৪ জুলাই সরকারি ছুটি ঘোষণা করা হয়। তবে ১৬ জুলাই কর্মদিবস হিসেবে অফিস খোলা রাখার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে সরকার। সরকার ঘোষিত ওই ছুটি অনুমোদনক্রমে সুপ্রীমকোর্ট কর্তৃপক্ষও ১৬ জুলাই শুধুমাত্র অফিস খোলা রাখার বিষয়ে আদেশ জারি করেছে। এ আদেশ সুপ্রীমকোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।
×