ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অটিজম শিক্ষার্থী বৃত্তি

প্রকাশিত: ০০:১৭, ২৮ জুন ২০১৬

অটিজম শিক্ষার্থী বৃত্তি

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে ৩২ অটিজম শিক্ষার্থীকে সরকারিভাবে বৃত্তি প্রদান করা হয়েছে। একই সাথে বেদে, দলিত ও হরিজন সম্প্রদায়ের ২৪ শিক্ষার্থীকেও বৃত্তি প্রদান করা হয়। এই ৫৬ শিক্ষার্থীর মাধে ১ লাখ ৯৮ হাজার ৭শ’ টাকা বিতরণ করা হয়। মঙ্গলবার জেলা প্রশাকের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এই চেক বিতরণ করেন জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক রেহানা পারভীনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন এডিসি মোহা. হারুন-অর-রশিদ, প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল ও শহর সমাজসেবা অফিসার কাউসার হোসেন প্রমুখ। একই সাথে ক্যান্সার, কিডনী ও লিভার সিরোসিস আক্রান্ত রোগীর চিকিৎসার আর্থিক সহায়তা হিসাবে ১৬ জনকে ৮ লাখ টাকা বিতরণ করা হয়।
×