ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গাইবান্ধায় ভ্রাম্যমান আদালতে মাদক ব্যবসায়ীর কারাদন্ড

প্রকাশিত: ২২:২৪, ২৮ জুন ২০১৬

গাইবান্ধায় ভ্রাম্যমান আদালতে মাদক ব্যবসায়ীর কারাদন্ড

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ গাইবান্ধায় ব্যবসায়ীকে অপরহরণ করে চাঁদা দাবীর ঘটনায় পুলিশ অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার এবং শহরের শীর্ষ মাদক ব্যবসায়ী চিহ্নিত সন্ত্রাসী রছি ও তার সহযোগী আব্দুল মাজেদকে আটক করেছে। এসময় রছিকে ভ্রাম্যমান আদালতে এক বছর ও মাজেদকে ৭ দিনের কারাদন্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয়। পুলিশ জানায়, ৮টি মামলার আসামী শহরের শীর্ষ সন্ত্রাসী রছি ও মাদক ব্যবসায়ী আব্দুল মাজেদ গাইবান্ধা সাদুল্যাপুর উপজেলার খোদ্দকোমরপুর গ্রামের ডা: জোবারের ছোট ভাই সুলতান আহম্মেদ জলিলকে কৌশলে অপহরণ করে শহরের পলাশপাড়ায় নিয়ে আসে। পরে জলিলের পরিবারের কাছে মোবাইল ফোনে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে। সোমবার রাতে চোখ বাঁধা অবস্থায় জলিলকে অন্যত্র নেয়ার সময় সে চিৎকার দিলে স্থানীয়রা রছিকে আটক করে। পরে পুলিশকে খবর পেয়ে তাদের আটক করে নিয়ে যায়। এরপর নির্বাহী ম্যাজিট্রেট এর মাধ্যমে মোবাইল কোর্টে রছিকে এক বছর ও আব্দুল মাজেদকে ৭ দিনের কারাদন্ড প্রদান করা হয়।
×