ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শাহজালালে এক হাজার ৪২৬ কার্টন আমদানি নিষিদ্ধ সিগারেট জব্দ

প্রকাশিত: ০৮:৪৫, ২৮ জুন ২০১৬

শাহজালালে এক হাজার ৪২৬ কার্টন আমদানি নিষিদ্ধ সিগারেট জব্দ

স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক হাজার ৪২৮ কার্টন (মিনি) আমদানি নিষিদ্ধ সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। সোমবার বিকেলে এসব সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত এসব সিগারেটের মূল্য প্রায় দেড় কোটি টাকা বলে জানিয়েছে সংস্থাটি। জানা গেছে, সিগারেটগুলো আবুধাবি থেকে রবিবার রাত ৮টায় অবতরণ করে। প্রথমটি কেকেআর নামে এবং পরেরটি নামবিহীন অবস্থায় পাওয়া যায়। এগুলো মোট ১২টি মাস্টার কার্টনে প্যাক করা ছিল। জব্দকৃত সিগারেটগুলোর মধ্যে বেনসন ১ হাজার ৪০ কার্টন, ডানহিল ৩০০ কার্টন, থ্রি জিরো থ্রি ৮৮ কার্টন। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বলেন, আটককৃত কার্টনগুলো এয়ারফ্রেইটের ক্যানপি জিরো এলাকায় অন্যান্য পণ্যের আড়ালে লুকানো ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা অভিযান চালিয়ে এই সিগারেট জব্দ করে। এছাড়া সিগারেটের ওপর শুল্ক প্রায় ৬০২ শতাংশ হওয়ায় একশ্রেণীর অসাধু ব্যবসায়ী আমদানি আদেশ ভঙ্গ করে বিদেশী সিগারেট চোরাচালান করছে।
×