ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

নবম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:৪৯, ২৮ জুন ২০১৬

নবম শ্রেণির পড়াশোনা

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বপরিচয় বহুনির্বাচনী প্রশ্ন : ১। ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রথম সংগঠিত ও সংঘবদ্ধ আন্দোলন ছিল কোনটি? ক. নীল বিদ্রোহ খ. ফকির বিদ্রোহ গ. সিপাহি বিদ্রোহ ঘ. বারাসাত বিদ্রোহ ২। ফকির মজনু শাহের মৃত্যুর পর ফকির সন্ন্যাসী আন্দোলন স্থিমিত হয়ে পড়ে কেন? ক. অর্থের অভাবে খ. জমিদারদের অত্যাচারে গ. অস্ত্রের অভাবে ঘ. নেতৃত্বের অভাব ও অন্তর্দ্বন্দ্বে ৩। নীল বিদ্রোহের শিক্ষণীয় বিষয় কী? ক. সমাজের নিম্নশ্রেণীর মানুষেরাও আন্দোলনকে সফল করতে পারে খ. শিক্ষিতরাই কেবল আন্দোলন করতে পারে গ. আন্দোলনই একমাত্র শান্তির পথ ঘ. অশিক্ষিত ও দুর্বল কৃষক দ্বারা আন্দোলন সম্ভব নয় ৪। বাংলার সৈয়দ আহমদ কাকে বলা হয়? ক. নওয়াব আব্দুল লতিফকে খ. হাজী মুহম্মদ মুহসীনবে গ. সৈয়দ আমীর আলীকে ঘ. দুদু মিয়াকে ৫। ভারতীয় মুসলমানদের রাজনৈতিক আন্দোলনের পথপ্রদর্শকÑ ক. নবাব সলিমুল্লাহ খ. রাজা রামমোহন রায় গ. সৈয়দ আমীর আলী ঘ. নওয়াব আব্দুল লতিফ ৬। মর্লি মিন্টো সংস্কার আইনের বৈশিষ্ট্য ছিলÑ ক. প্রতিনিধিত্বশীল শাসন ব্যবস্থা খ. পরিষদের ক্ষমতা বৃদ্ধি গ. মুসলমানদের জন্য পৃথক নির্বাচন ঘ. সবগুলোই ৭। ক্রীপস মিশন কোন উদ্দেশ্যে এদেশে আগমন করে? ক. সাংস্কৃতিক খ. রাজনৈতিক গ. অর্থনৈতিক ঘ. সামাজিক ৮। ফজলুল হক সরকারি চাকরির শতকরা ৫০ ভাগ মুসলমানদের জন্য সংরক্ষণ করার ফলে মুসলমাদের ওপর কী ধরনের প্রভাব পড়ে? র) মুসলমানদের আর্থিক উন্নতি হয় রর) মুসলিম লীগ আরো সক্রিয় হয়ে উঠে ররর) মুসলিম লীগ ও কংগ্রেস একই মঞ্চে উপনীত হয় নিচের কোনটি সঠিক ক) র খ) রর গ) র ও রর ঘ) ররর ৯। যুক্তফ্রন্ট সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয়Ñ ক. ১৯৫৪ সালে খ. ১৯৬৪ সালে গ. ১৮৫৪ সালে ঘ. ১৯৭৪ সালে ১০। আগরতলা ষড়যন্ত্র মামলার পেছনে পাকিস্তানীদের কি উদ্দেশ্য ছিল? র) বাঙালির দাবির প্রতি অনীহা রর) একে রাষ্ট্রবিরোধী ও বিচ্ছন্নতাবাদী আন্দোলনরূপে চিহ্নিত করা ররর) বিদ্রোহীদের গ্রেফতার করা নিচের কোনটি সঠিক ক) র খ) রর গ) ররর ঘ) রও ররর ১১। কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন কে? ক. স্যার সৈয়দ আহম্মদ খ. উমেশ চন্দ্র বন্দোপাধ্যায় গ. মাওলানা মুহম্মদ আলী ঘ. অস্ট্রোভিয়াম হিউস ১২। মোহামেডান লিটারেরী সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য হলোÑ র) মুসলমানদের পশ্চিমা ভাবধারায় অনুপ্রাণিত করা রর) মুসলমানদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেয়া ররর) সভ্যতায় মুসলমানদের অবদান সম্পর্কে সবাইকে বিশেষ সচেতন করা নিচের কোনটি সঠিক ক) র খ) র ও রর গ) ররর ঘ) র, রর ও ররর
×