ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুরোপুরি প্রস্তুত আমির

প্রকাশিত: ০৬:৩৩, ২৮ জুন ২০১৬

পুরোপুরি প্রস্তুত আমির

স্পোর্টস রিপোর্টার ॥ মোহাম্মদ আমির টেস্টে ফিরতে প্রস্তুত বলে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের ম্যানেজার ইন্তিখাব আলম। ‘আমরা ইতোমধ্যে জেনে গেছি ও ফিরছে। আমিরের সঙ্গে আমার কথা হয়েছে, টেস্ট খেলতে মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত সে। দলের সঙ্গে নিজেকের দারুণভাবে মানিয়ে নিয়েছে।’ বলেন তিনি। আমিরের টেস্ট প্রত্যাবর্তনটা আলোচিত, কারণ ২০১০ সালে লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পড়ে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি। ইংল্যান্ড সফরে এবার সেই লর্ডসেই প্রথম টেস্ট খেলবে পাকিস্তান। এ সম্পর্কে আমির নিজে বলেন, ‘অপরিণত বয়সে (১৮ বছর বয়স) করা এক মারাত্মক ভুলে এই লর্ডসেই আমার ক্যারিয়ার থেমে গিয়েছিল। হয়ত কাকতালীয়, কিন্তু ২০১০ সালে যেখানে থামতে হয়েছিল সেখান থেকে শুরু করতে পারাটা হবে আশীর্বাদ। স্পষ্ট মনে করতে পারি, ওই সিরিজে কিছু কাজ বাকি ছিল, এবার সেটা শেষ করতে চাই। এবার আমরা একমাত্র লক্ষ্য সিরিজের সেরা বোলার হওয়া, পাকিস্তানকে জয়ী হতে সাহায্য করা এবং চমৎকার স্মৃতি নিয়ে শুরু করা। যা আমাকে নতুন পথের দিশা দেখাবে।’ গত বছর সেপ্টেম্বরে নিষেধাজ্ঞা কাটিয়ে ঘরোয়া এবং বছরের শুরুতে নিউজিল্যান্ড সফরে ওয়ানডে-টি২০ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন ২৪ বছর বয়সী আমির। দারুণ পারফর্ম করে চলেছেন বাঁহাতি পেসার। ১৪ জুলাই লর্ডসে শুরু প্রথম টেস্ট।
×