ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় নদী দখল করে বহুতল স্থাপনা

প্রকাশিত: ০১:০১, ২৭ জুন ২০১৬

কলাপাড়ায় নদী দখল করে বহুতল স্থাপনা

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ কলাপাড়ায় চাকামইয়া-টিয়াখালী দোন নদী দখল করে এবার বহুতল স্থাপনা তোলা হয়েছে। কেরামত হাওলাদার নামের এক ব্যক্তি এ স্থাপনা তুলছে। ভূমি অফিসের মাত্র আধা কিলোমিটার দুরে নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ বহুতল স্থাপনাটি তোলা হচ্ছে। অথচ এটি অপসারনে কেউ কোন পদক্ষেপ নেয়নি। একই দশা আন্ধারমানিক নদীর। আমির ব্যাপারী নামের এক নব্য ধণাঢ্য ব্যবসায়ী পুরনো লঞ্চঘাট সংলগ্ন মাছ বাজার এলাকায় নদীতীরসহ নদী দখল করে তুলছে স্থাপনা। একের পর এক নদী দখল করে স্থাপনা তোলায় নদী ভরাট হয়ে মরে যাচ্ছে। নদীর দখল ঠেকাতে ভূমি প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে নীরব। সচেতন মহলের দাবি এখনই এই দখল তান্ডব ঠেকানো প্রয়োজন নইলে নদী দু’টির অস্তিত্ব সঙ্কটে পড়বে। একসময় অন্যান্য ব্যবসায়ীরাও নদী দখল করে স্থাপনা তোলার কাজ শুরু করে দিবেন। এব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) দীপক কুমার রায় জানান, নদীর অবৈধ দখলদার উচ্ছেদে শীঘ্রই অভিযান চালানো হবে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারী জানান, দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
×