ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তৈরি পোশাকের উৎসে কর অর্ধেকে নামতে পারে

প্রকাশিত: ০০:৩৮, ২৭ জুন ২০১৬

তৈরি পোশাকের উৎসে কর অর্ধেকে নামতে পারে

অর্থনৈতিক রিপোর্টার॥ প্রস্তাবিত বাজেটে বিভিন্ন খাতে শুল্ক-করে বড় পরিবর্তন না এলেও কমতে পারে তৈরি পোশাক শিল্পের জন্য প্রস্তাবিত উৎসে করের হার। এই করের হার অর্ধেকে নামতে পারে। অর্থমন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। ২০১৬-১৭ অর্থবছরের ঘোষিত বাজেটে তৈরি পোশাকসহ রফতানি খাতে উৎসে কর শূন্য দশমিক ৬০ শতাংশ থেকে ১৫০ শতাংশ বাড়িয়ে এক টাকা ৫০ পয়সা ধার্য করার প্রস্তাব করেন অর্থমন্ত্রী। বাজেট ঘোষণার পর পরই এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া দেখায় তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ এবং বিকেএমইএ। এদিকে পোশাক রপ্তানিতে বাংলাদেশকে ছাড়িয়ে যেতে ভারতের বড় পরিকল্পনার খবর, অন্যদিকে গণভোটে ইউরোপিয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বের হয়ে আসার রায় দেশের তৈরি পোশাকের জন্য নতুন চ্যালেঞ্জ হিসেবে সামনে উঠে আসে। ব্যবসায়ীদের দাবি এবং তৈরি পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি ধরে রাখার তাগিদ থেকে শেষ পর্যন্ত প্রস্তাবিত উৎসে করের হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। সংশোধনী প্রস্তাবগুলো অর্থবিলের মাধ্যমে জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। আগামী বুধবার অর্থবিল সংসদে পাস হবে। পরদিন পাস হবে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট। ##
×