ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দর হারানোর শীর্ষে মডার্ণ ডাইং

প্রকাশিত: ২৩:৩৮, ২৭ জুন ২০১৬

দর হারানোর শীর্ষে মডার্ণ ডাইং

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার দরপতনের শীর্ষে রয়েছে মর্ডার্ণ ডাইং অ্যান্ড স্ক্রিন প্রিন্টিং লিমিটেড। শেয়ারটির দর কমেছে ৬ টাকা ৫০ পয়সা বা ৫ দশমিক ৯৯ শতাংশ। ডিএসইর তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ১০২ টাকা দরে। এদিন কোম্পানিটি ৫৩ বারে ৪ হাজার ৪৮৫টি শেয়ার লেনদেন করে। এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে দুলামিয়া কটন। এই শেয়ারটির দর কমেছে ৩০ পয়সা বা ৪ দশমিক ৬৯ শতাংশ। শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ৬ টাকা ১০ পয়সা দরে। এদিন কোম্পানিটি ২ বারে ৯০টি শেয়ার লেনদেন করে। দর হারানোর তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। এই শেয়ারটির দর কমেছে ২ টাকা ৫০ পয়সা বা ৩ দশমিক ৯৯ শতাংশ। এই তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে - প্রগতি ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, ফারইস্ট ফিন্যান্স, প্রাইম ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ও ন্যাশনাল হাউজিং অ্যান্ড ফিন্যান্সসিয়াল ইনভেস্টমেন্ট লিমিটেড।
×