ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চাকরির বিজ্ঞাপন দিয়ে প্রতারনার অভিযোগ নারীসহ ১৪জন আটক

প্রকাশিত: ২৩:৩৩, ২৭ জুন ২০১৬

চাকরির বিজ্ঞাপন দিয়ে প্রতারনার অভিযোগ নারীসহ ১৪জন আটক

স্টাফ রিপোর্টার ॥ পত্রিকায় সরকারি ও বেসকারি চাকরির বিজ্ঞাপন দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়া একটি সংঘবদ্ধ চক্রের নারীসহ ১৪ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। এরা হচ্ছে, ফারুক হোসেন (৩৪), জহুরুল ইসলাম খোকা (২৭), কামরুল ইসলাম (২৭), আব্দুল মজিদ (৫৭), মনিরুল ইসলাম (২৭), মহিবুল ইসলাম (২৭), সুমন (২৬), ইউনুছ আলী (৩২), নুরনবী (৪০), তৈয়ব হোসেন (২০), শহিদুল ইসলাম সুমন (২৪), শিমুল হাসান (২৫), কিবরিয়া (১৬) এবং আছমা আক্তার আগুর (৩৮)। রবিবার দুপুরে র‌্যাব-৪ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মোঃ আবু সাঈদ খান এসব তথ্য জানান। তিনি বলেন, রাজধানীর মহাখালী ডিওএইচএস, বারিধারা ও আদাবর এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের এই ১৪ সদস্যকে আটক করা হয়। র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মো. আবু সাঈদ খান জানান, প্রতারক চক্রের সদস্যরা বিভিন্ন এলাকায় এক থেকে দুই মাসের জন্য অফিস ভাড়া করে চাকরির বিজ্ঞাপন দিয়ে ইন্টারভিউ নিত। এরপর মোবাইল ফোন বন্ধ করে অন্য এলাকায় সরে যেত। তিনি জানান, এই চক্রের সদস্যরা বিভিন্ন পত্রিকায় চাকরির বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করে আসছিল। সেই বিজ্ঞাপন দেখে লোকজন আবেদন করতো। প্রতারকরা ইন্টারভিউ নিয়ে চাকরির নিশ্চয়তাও দিতো। এরপর কখনও অফিসের খরচ বা সিকিউরিটি মানির কথা বলে পদ অনুযায়ী পাঁচ থেকে দশ হাজার টাকা করে আদায় করা হত আবেদনকারীদের কাছ থেকে। কখনও কখনও আরও বেশি অর্থ নেয়ারও তথ্য পাওয়া গেছে।
×