ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লিঙ্গ পরীক্ষায় যথার্থই প্রমাণিত

রিও অলিম্পিকে নারী হিসেবেই অংশ নেবেন দ্যুতি

প্রকাশিত: ০৪:৩২, ২৭ জুন ২০১৬

রিও অলিম্পিকে নারী হিসেবেই অংশ নেবেন দ্যুতি

স্পোর্টস রিপোর্টার ॥ সন্দেহ থেকে অভিযোগ এবং সেই অভিযোগটা ছিল ভয়াবহ ধরণের। ভারতীয় মহিলা স্প্রিন্টার দ্যুতি চাঁদ কি আদৌ কোন নারী? তবে লিঙ্গ পরীক্ষার পর তাকে ছাড়পত্র দেয়া হয়েছে আসন্ন রিও ডি জেনিরো অলিম্পিকে মহিলাদের ১০০ মিটার স্প্রিন্টে অংশগ্রহণ করার। অভিযোগ ওঠার পর এক বছরের চেয়েও কম সময়ে তিনি এ ফেরার অনুমোদন পেলেন। তবে ২০ বছর বয়সী দ্যুতি প্রত্যয় জানিয়েছেন তিনি ভারতকে পদক এনে দিতে পারবেন এবার অলিম্পিক থেকে। দ্যুতির শরীরে শনাক্ত করা হয়েছিল হাইপার এন্ড্রোজেনিয়ম। এর প্রভাবে শরীরে উচ্চপর্যায়ের টেস্টোস্টেরন উৎপন্ন হয়। আর এটা এ্যাথলেটিক্স ফেডারেশন্সের আন্তর্জাতিক সংস্থার (আইএএএফ) লিঙ্গ সংক্রান্ত যে নীতিমালা আছে সেটার বিঘœ ঘটায়। কিন্তু এই বিতর্কিত নিয়মটি ক্রীড়া সালিশ নিষ্পত্তি আদালত (সিএএস) ২০১৫ সালেই দুই বছরের জন্য নিষিদ্ধ করে। ফলে দ্যুতি আবারও সুযোগ পাচ্ছেন অলিম্পিকে অংশ নেয়ার। তবে এতদিন লৈঙ্গিক বিতর্ক থাকায় কমনওয়েলথ গেমস ও এশিয়ান গেমসে অংশ নিতে পারেননি এ তরুণী স্প্রিন্টার। তিনি আইএএএফের নীতিকে চ্যালেঞ্জ করে দাবি করেছিলেন জন্মগতভাবে যাদের সমস্যা আছে তাদের এভাবে বিবেচনা করা অনুচিত। কাজাখস্তানে এক মিটে ১০০ মিটার স্প্রিন্টর হিটে ১১.৩০ সেকেন্ড টাইমিং গড়েছিলেন দ্যুতি। সেটি নিজের জাতীয় রেকর্ড ও অলিম্পিক কোয়ালিফাইং টাইমিংকে পেছনে ফেলেছিলেন। অলিম্পিকে অংশ নেয়ার জন্য অন্তত ১১.৩২ সেকেন্ড টাইমিংয়ের প্রয়োজন হয়। এরপর তিনি ওই মিটের ফাইনালে আরও গতিময় ছিলেন, শেষ করেছিলেন মাত্র ১১.২৪ সেকেন্ড সময় নিয়ে। অলিম্পিকে অংশ নেয়ার পথ পরিষ্কার হওয়ার পর দারুণ খুশি দ্যুতি।
×