ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রংপুরে একমণ পটোল ৮০ টাকা!

প্রকাশিত: ০৪:৩০, ২৭ জুন ২০১৬

রংপুরে একমণ পটোল ৮০ টাকা!

রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় পানির দরে বিক্রি হচ্ছে পটোল। এতে একজন শ্রমিকের দিনমজুরি মেটাতে ৩ মণ পটোল বিক্রি করতে হচ্ছে কৃষকদের। গত শুক্রবার মিঠাপুকুর উপজেলায় বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা গেছে এ চিত্র। কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, মৌসুমের শুরুতে প্রতিমণ পটোল ৯শ’ থেকে এক হাজার ২শ’ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে আমদানি বেশি হওয়ার কারণে প্রতিমণ পটোল ৭০ থেকে ৮০ টাকা দরে বেচাকেনা চলছে। উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ঢলারপাড়া গ্রামের কৃষক সেরাজুল ইসলাম সেলিম জানান, প্রথমদিকে প্রতিমণ পটোল ৯০০ টাকা দরে বিক্রি হয়েছে। কিন্তু এখন সেই পটোলই মণপ্রতি ৮০ টাকা দরে বিক্রি করতে হচ্ছে। অন্যদিকে, মিঠাপুকুর বাজারের খুচরা ব্যবসায়ী নুর ইসলাম বলেন, ‘প্রতিকেজি পটোল ২ টাকা দরে কিনে ৩ টাকায় বিক্রি করছেন। -অর্থনৈতিক রিপার্টার
×