ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঈদের বাজারে ঈশ্বরদীতে ভেজাল পণ্যে সয়লাব

প্রকাশিত: ০১:২৬, ২৬ জুন ২০১৬

ঈদের বাজারে ঈশ্বরদীতে ভেজাল পণ্যে সয়লাব

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ ঈদকে সামনে রেখে ঈশ্বরদী ও আশপাশের হাট বাজারের অনেক দোকানে নানা প্রকার ভেজাল পণ্যের অবাধ বিক্রি চলছে। দীর্ঘদিন থেকে কতিপয় ব্যক্তি প্রভাবশালিদের ছত্রছায়ায় ও প্রশাসনের কতিপয় কর্তা ব্যক্তিদের সহযোগিতায় ভেজাল পণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছিলো। ঈদ সমাগত হওয়ায় পণ্যের চাহিদা বৃদ্ধি পাওয়ায় ওইসব ব্যবসায়িরা বেপরোয়াভাবে ভেজাল পণ্য উৎপাদন ও বাজারজাত করে যাচ্ছে। প্রতিদির সহজ সরল ক্রেতারা উপযুক্ত দাম দিয়ে ক্রয় করার পরও প্রতারিত হচ্ছে। ভেজাল পণ্য খেয়ে প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে নানা রোগে। ভেজাল ব্যবসায়ীরা বিএসটিআইয়ের অনুমোদন বিহীন নি¤œমানের সেমাই, ডালডা, ঘি,দই, মিষ্টি, বিভিন্ন প্রকার ভোজ্য তৈল, বাটার ওয়েল উৎপাদন করে বাজারজাত করে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে এবং নিচ্ছে। একই ভাবে বিভিন্ন নামীদামী কোম্পানির প্রশাধনীর আদলে নকল প্রসাধনী তৈরী ও মনোগ্রাম লাগিয়ে বাজার জাত করছে। এমনকি মাম, স্পা, ফ্রেশ পানির বোতল নকল করে বাজার জাত করা হচ্ছে। এসব নকল করা ও বাজারজাত করণ থেকে সুনামধন্য বৈদুত্যিক ও ইলেকট্রনিক্স সামগ্রি উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোও রক্ষা পাচ্ছে না ভেজাল পণ্য উৎপাদনকারীদের হাত থেকে। ভেজালকারীরা এসব পণ্য অবাধে উৎপাদন ও বাজারজাত করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।
×