ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

যাবজ্জীবন কারাদন্ড নিয়ে এক ধরনের বিভ্রান্তি রয়েছে: প্রধান বিচারপতি

প্রকাশিত: ০০:৩৮, ২৬ জুন ২০১৬

যাবজ্জীবন কারাদন্ড নিয়ে এক ধরনের বিভ্রান্তি  রয়েছে: প্রধান বিচারপতি

স্টাফ রিপোর্টার ॥ যাবজ্জীবন কারাদন্ড নিয়ে এক ধরনের বিভ্রান্তি রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। রবিবার কাশিমপুর কারাগার পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। বিচারপতি সিনহা বলেন, যাবজ্জীবন নিয়ে অপব্যাখ্যাও রয়েছে। যাবজ্জীবন অর্থই হলো যাবজ্জীবন। বৃটিশ আমলের পুরানো জেলকোডে অনেক ত্রুটি রয়েছে। প্রধান বিচারপতি কারাগারে এসে পৌঁছলে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। প্রধান বিচারপতি কারাগারের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং বন্দিদের সাথে কথা বলেন। এ সময় তার সঙ্গে কারা মহাপরিদর্শক বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখারুজ্জামান, জেলা প্রশাসক এসএম আলম, পুলিশ সুপার হারুন অর রশীদসহ কারাগারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কারাগার পরিদর্শন শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, একজন বিচারপতিকে বিচার করতে অনেক কিছু বিবেচনা করতে হয়। আমাদের জেলকোড অনেক পুরাতন। বৃটিশ আমলের এই জেলকোড নিয়ে আমরা বিড়ম্বনায় রয়েছি। এগুলোকে পরিবর্তন করা দরকার।
×