ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সর্বোচ্চ বিদ্যুত উৎপাদনের নতুন রেকর্ড

প্রকাশিত: ০৮:০২, ২৬ জুন ২০১৬

সর্বোচ্চ বিদ্যুত উৎপাদনের নতুন রেকর্ড

স্টাফ রিপোর্টার ॥ দেশের সর্বোচ্চ বিদ্যুত উৎপাদনের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে শনিবার। এদিন প্রায় ৯ হাজার মেগাওয়াট বিদ্যুত উৎপাদন হয়েছে। বিদ্যুত উন্নয়ন বোর্ড-পিডিবির পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী সাংবাদিকদের জানান, শনিবার সন্ধ্যায় দেশে বিদ্যুত উৎপাদন হয়েছে ৮ হাজার ৯৪২ মেগাওয়াট, যা এ যাবতকালের মধ্যে সর্বোচ্চ উৎপাদন। এর আগে গত ১৫ জুন দেশে সর্বোচ্চ বিদ্যুত উৎপাদন হয়েছিল আট হাজার ৭৭৬ মেগাওয়াট। পিডিবির হিসাবে, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর গত সাত বছরে বিদ্যুত উৎপাদন দ্বিগুণেরও বেশি হয়েছে। ২০০৮ সালে দেশে সর্বোচ্চ বিদ্যুত উৎপাদন হয়েছিল চার হাজার ৩৬ মেগাওয়াট।
×