ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিইউপির অষ্টম বার্ষিক সিনেট সভা

প্রকাশিত: ০৬:৩৬, ২৬ জুন ২০১৬

বিইউপির অষ্টম বার্ষিক সিনেট সভা

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস‘র (বিইউপি) অষ্টম বার্ষিক সিনেট সভা শনিবার মিরপুর সেনানিবাসের বিইউপির বিজয় অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিইউপির উপাচার্য ও সিনেট চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মামুন খালেদ, এসইউপি, পিএসসি, পিএইচডি। সভায় সিনেট চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক, উন্নয়ন কার্যক্রমসহ বিভিন্ন দিক নিয়ে বক্তব্য উপস্থাপন করেন। পরে বিইউপির ট্রেজারার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ তাইয়েবুর রহমান, এনডিসি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ অর্থবছরের সংশোধিত বাজেট (৪৮ কোটি ৬০ লাখ টাকা) ও ২০১৬-২০১৭ অর্থবছরের (৫০ কোটি ৫৫ লাখ টাকা) বাজেট উপস্থাপন করেন। সিনেট সদস্যগণ সর্বসম্মতিক্রমে বাজেট প্রস্তাব অনুমোদন করেন। এছাড়াও সভায় বিইউপির অষ্টম বার্ষিক প্রতিবেদন (জুলাই ২০১৫-জুন ২০১৬) অনুমোদন করা হয়। বাজেটে সমাবর্তন, বই, জার্নাল ও ডকুমেন্ট ক্রয়, জার্নাল প্রকাশনা, ছাত্র-ছাত্রীদের মেধাবৃৃত্তি প্রদান, কারিকুলামের আধুনিকায়ন, কম্পিউটার সামগ্রী ও বই অনুদান, গবেষণা ব্যয়, মৌলিক গ্রন্থ প্রকাশনা, বিদেশী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাডেমিক বিনিময় কর্মসূচীতে অংশগ্রহণসহ একাডেমিক উন্নয়নে ব্যয় বরাদ্দের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। সিনেট সভায় মুহাম্মদ ফারুক খান এমপি, মোঃ আব্দুর রাজ্জাক, মেজর (অব) রফিকুল ইসলাম বীর উত্তম, এমপি, বেগম নিলুফার জাফর উল্লাহ এমপি, এইচএন আশিকুর রহমান এমপি এবং বিইউপির উপ-উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্যাহ, বিটিএফওসহ সিনেটের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। -আইএসপিআর ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির বিশেষ সাধারণ সভা ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির বিশেষ সাধারণ সভা শনিবার বেলা ১১টায় সমিতির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোস্তফা কামাল। সমিতির সম্পাদক মোসলেম মিয়া ২০১৬-১৭ সালের আনুমানিক আয়-ব্যয় বাজেট সভায় উপস্থাপন করেন বাজেটের ওপর আলোচনার পর সর্বসম্মতিক্রমে তা গৃহীত ও অনুমোদিত হয়। সভায় ২০১৫-১৬ সালের সম্পূরক বাজেটও উপস্থাপন করা হয়। এর ওপর আলোচনার পর সর্বসম্মতিক্রমে তা গৃহীত ও অনুমোদিত হয়।-বিজ্ঞপ্তি
×