ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সনির ২৩ এমপি মোবাইল

প্রকাশিত: ০৬:০৬, ২৬ জুন ২০১৬

সনির ২৩ এমপি মোবাইল

২৩ মেগাপিক্সেল সুপার ফাস্ট এক্স সিরিজের মোবাইল ফোন বাজারে আনছে সনি। ফোনের পেছনের ক্যামেরা হবে ২৩ মেগাপিক্সেল এবং সামনে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। উদ্দেশ্য, ছবি তুলতে আগ্রহীদের আকৃষ্ট করা। হাল্কা জেপারিয়া এক্স সিরিজের স্মাটফোনগুলো ২৯ জুন থেকে প্রথমে অস্ট্রেলিয়ার মার্কেটে পাওয়া যাবে। এক্স সিরিজের নতুন স্মার্টফোন চলন্ত বস্তুকেও ঠিকমতো ফোকাস করতে পারবে বলে সনি দাবি করেছে। ৫ ইঞ্চি স্মার্টফোনগুলো দিয়ে হাত কাপলেও স্থিরভাবে ভিডিও এবং খুব অল্প আলোতেও সেলফি তোলা যাবে। সনি মোবাইল ওশেনিয়ার ব্যবস্থাপনা পরিচালক জন ফেদারস্টোন বলেছেন, ‘এই ফোনের সহায়তা খুব অল্প সময়ে কম আলোর মধ্যেও ঝকঝকে ছবি তোলা যাবে। যে কারণে ব্যবহারকারীরা একে ফোনের চেয়ে ক্যামেরা হিসেবেই ব্যবহার করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন।’ লাইম গোল্ড, রোজ গোল্ড, গ্রাফাইট ব্ল্যাক ও সাদা এই চার রঙে সেটগুলো পাওয়া যাবে। এজ টু এজ বর্ডারলেস মনিটর ফোনগুলোর দাম পড়বে ২৩৫ ডলার। -সানশাইন কোস্ট ডেইলি
×