ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশের ধান এখন বিশ্ববাজারে ॥ মতিয়া চৌধুরী

প্রকাশিত: ০১:৪৫, ২৫ জুন ২০১৬

বাংলাদেশের ধান এখন বিশ্ববাজারে ॥ মতিয়া চৌধুরী

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, বাংলাদেশে উৎপাদিত উন্নত ধান এখন বিশ্ববাজারে রপ্তানী হবে। কৃষকরা ভাল ধান উৎপাদন করেন বলেই আমরা এ সুযোগ পেয়েছি। খুব শীঘ্রই বাংলাদেশের ধান শ্রীলংকায় যাবে। আমরা বিদেশে রপ্তানীর এ সুযোগ পেয়েছি, কৃষকমাতা শেখ হাসিনা ও আমাদের কৃষকদের কল্যাণেই যা অন্য কেউ পায়নি। আর সে জন্যই শেখ হাসিনার সরকার ৯শ ২০ টাকা মন দরে কৃষকের ধানের দাম দিচ্ছে। তিনি ২৫ জুন শনিবার শেরপুরের নকলা উপজেলার গনপদ্দী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গরিব-দুঃস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ভিজিএফ’র চাল ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন উপহার সামগ্রী বিতরনকালে ওইসব কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকারে থাকলে দেশে সাধারণ মানুষের উপকার হয়। বিনা পয়সায় বই পায়, উপবৃত্তির টাকা পায়। দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি হয় বলেই গরিব-অসহায়রা এখন ২০ কেজি করে চাল পায়। ওই সময় কৃষিমন্ত্রীর সাথে শেরপুরের জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম, পুলিশ সুপার মেহেদুল করিম, উপজেলা চেয়ারম্যান মাহাবুবুর রহমান চৌধুরী, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহসহ স্থানীয় প্রশাসন ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিন মন্ত্রী নকলা উপজেলার ৯টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রী ও তার নিজ তহবিল থেকে ৫৫২ টি থ্রি পিচ, ১০ হাজার ৮ শ’ জন গরিব-দুঃস্থদের মাঝে ২০ কেজি করে ভিজিএফ’র চাল এবং ৮ শ পিচ শাড়ি, ৮শ পিচ ট্রাউজার ও টি শার্ট এবং ৮শ পিস শার্ট বিতরণ করেন।
×