ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খাগড়াছড়িতে যক্ষ্মারোগ নিয়ন্ত্রণে এডভোকেসী সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২২:৪৯, ২৫ জুন ২০১৬

খাগড়াছড়িতে যক্ষ্মারোগ নিয়ন্ত্রণে এডভোকেসী সভা অনুষ্ঠিত

পার্বত্যাঞ্চল প্রতিনিধি ,খাগড়াছড়ি ॥ খাগড়াছড়িতে যক্ষ্মারোগ নিয়ন্ত্রণে সাংস্কৃতিক সংগঠনের ভূমিকা শীর্ষক এক এডভোকেসী সভা আজ শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) খাগড়াছড়ি জেলা কমিটির উদ্যোগে এ এডভোকেসী সভার আয়োজন করা হয় । নাটাব জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক জীতেন বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মিঠুন চাকমা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাঃ চঞ্চল বড়–য়া, জেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি মংসাথোয়াই চৌধুরী, খাগড়াছড়ি শিল্পী সংসদের সভাপতি আবুল কাশেম প্রমুখ। সভায় জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের ৩০ জন শিল্পী উপস্থিত ছিলেন। #
×