ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজউক-বুয়েটের বিশেষজ্ঞ দল উত্তরার ঘটনাস্থলে

প্রকাশিত: ১৯:৫৪, ২৫ জুন ২০১৬

রাজউক-বুয়েটের বিশেষজ্ঞ দল উত্তরার ঘটনাস্থলে

অনলাইন রিপোর্টার॥ উত্তরায় লিফট ছিঁড়ে আগুনের ঘটনায় তদন্ত করছে রাজউক ও বুয়েটের বিশেষজ্ঞ দল। তারা খতিয়ে দেখছে কি কারণে লিফট ছিঁড়ে পড়েছে। আর লিফট ছিঁড়ে বেজমেন্টে না থেমে সেটা ভেঙে নিচে কেন পড়ে গেল। বিস্ফোরণ কেন হলো। বিদ্যুতের ত্রুটি ছিল কিনা এসব বিষয়ও তদন্ত করে দেখছে। আজ শনিবার সকালে বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করছে। রাজধানীর উত্তরায় রাজলক্ষ্মীর পাশে ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ারের লিফট ছিঁড়ে শুক্রবার সন্ধ্যায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে। এদিকে আজ শনিবার ভোর পৌনে ৬টার দিকে ঢামেকের বার্ন ইউনিটে মাহমুদুল হাসান (৩৫) মারা যান। তিনি ট্রপিকাল আলাউদ্দিন শপিংমলে সহকারী জেনারেল ম্যানেজার ছিলেন। তার বাড়ি বগুড়ায়। অগ্নিকাণ্ডের ঘটনায় তার মেয়ে মেহনাজ হাসান মাইশা (৪), আট মাস বয়সী ছেলে মুনতাকিন দগ্ধ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত অন্যদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন কাজী মিজানুর রহমান খান (৫২), কামরুন নাহার লতা (২৩), সালমা আক্তার (৩৫), রেজাউল করিম রানা (৩২), জসিম (৩৫) ও অজ্ঞাত (৩০)। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশত। আহতদের মধ্যে ৩৫ জন উত্তরা আধুনিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
×