ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইউরোভিশন সঙ্গীত প্রতিযোগিতায় বিজয়ী ইউক্রেনের জামালা

প্রকাশিত: ০৩:৪৩, ১৯ মে ২০১৬

ইউরোভিশন সঙ্গীত প্রতিযোগিতায় বিজয়ী ইউক্রেনের জামালা

সংস্কৃতি ডেস্ক ॥ সুইডেনের রাজধানী স্টকহোমে অনুষ্ঠিত ইউরোভিশন-২০১৬ সঙ্গীত প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন ইউক্রেনের সুজানা জামালাদিনোভা। যিনি জামালা নামে সুপরিচিত। রবিবার ইউরোভিশনের ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে ৫৩৪ পয়েন্ট পেয়ে প্রথম হন ইউক্রেনের জ্যাজ শিল্পী জামালা। ৫১১ পয়েন্ট পেয়ে দ্বিতীয় হয় অস্ট্রেলিয়া। তবে এই আয়োজনে রাশিয়াকে প্রতিযোগিতার সম্ভাব্য বিজয়ী হিসেবে ধারণা করা হয়েছিল। কিন্তু ৪৯১ পয়েন্ট পেয়ে রাশিয়ার প্রতিযোগী তৃতীয় স্থান লাভ করে। প্রথমবারের মতো ক্রিমিয়ার তাতার জাতির একজন এই প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হতে সামর্থ্য হন। প্রতিযোগিতার ফাইনালে জামালা ১৯৪৪ গানটি পরিবেশন করেন। তার এই রাজনৈতিক গান বিতর্কের সৃষ্টি করে। মূলত সোভিয়েত শাসনামলে প্রেসিডেন্ট জোসেফ স্তালিন কর্তৃক ক্রিমিয়ার তাতার জাতিদের বিতাড়িত করার ঘটনা গানটিতে প্রতিফলিত হয়েছে। অবশ্য এই গানের মাধ্যমে ২০১৪ সালে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের ক্রিমিয়া দখলের নিন্দা জানানো হয়েছে বলে বিবেচনা করছেন বিশ্লেষকরা। রুশ মিডিয়া গানটিকে রুশবিরোধী হিসেবে চিহ্নিত করেছে। মস্কো জানায়, এই গানের মাধ্যমে ইউরোভিশনের নিয়ম লঙ্ঘন করা হয়েছে।
×