ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভালবাসার বন্ধনে...

প্রকাশিত: ০৩:৩৭, ১৯ মে ২০১৬

ভালবাসার বন্ধনে...

রতন জে মুর্মু পরিবার হচ্ছে সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংগঠন যেখানে স্বামী-স্ত্রী মুখ্য ভূমিকা পালন করে। কিন্তু বর্তমানে আমাদের দেশে যৌথ পরিবারগুলো ভেঙ্গে একক পরিবারে রূপ নিচ্ছে। এর ফলে পরিবারগুলোয় দেখা যাচ্ছে ভাঙ্গন বা বিবাহ বিচ্ছেদ। ব্যক্তিত্বের সংঘাত, রুচি ও মনোভাবের সংঘাত, আর্থিক সঙ্কট, মেজাজ ও আচরণের বৈষম্য, নিরাপত্তাবোধের অভাব- এমন সব কারণে সৃষ্ট মনোমালিন্য বিবাহ বিচ্ছেদের অন্যতম কারণ। যে সংসার জীবনে ভালবাসা দিয়ে শুরু সেখানে দেখা যায়, সংশয়, অবিশ্বাস, অর্থের অভাব ও পারস্পরিক শ্রদ্ধাবোধের কারণে সাজানো সংসার ভেঙ্গে চুরমার হয়ে যায়। যার কারণে সন্তানেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। মা-বাবার ভালবাসা না পেয়ে তারা হতাশায় ভোগে, শারীরিক ও মানসিক বৃদ্ধি ব্যাহত হয়। সন্তানরা একাকিত্বে ভোগে, অন্যকে গ্রহণ করতে পারে না, একগুয়ে কিংবা বদমেজাজী হয়। এ জন্যই আমরা দেখি ছেলেমেয়েদের মাঝে পারিবারিক, সামাজিক, নৈতিক মূল্যবোধগুলো সেভাবে বেড়ে ওঠে না। এভাবে তারা বিপথে পা বাড়ায়। তাই পরিবার ভাঙ্গন বা বিবাহ বিচ্ছেদ রোধে চাই পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভালবাসা। ভুলে গেলে চলবে না যে বিবাহ ও সংসার হচ্ছে একটি শিল্প যাকে প্রতিনিয়ত সাজাতে হয়। আবার একটি দেশে শিশুরা যেখানে ভবিষ্যত তাই একটি সুন্দর পরিবার, সমাজ ও দেশ গঠনে পরিবার উল্লেখযোগ্য অবদান রাখে। তাই আর নয় পরিবার ভাঙ্গন, গড়ে তুলি ভালবাসার বন্ধন। বনানী, ঢাকা থেকে
×