ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে

প্রকাশিত: ১৯:১২, ১৮ মে ২০১৬

মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে

অর্র্থনৈতক রিপোর্টার ॥ দেশের দুই স্টক এক্সচেঞ্জে বুধবারও মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ লেনদেনেও রয়েছে ঊর্ধ্বগতি। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে ১০৩ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার এইসময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৬৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৬২টি কোম্পানির। আর দর কমেছে ৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির। এই সময়ে ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৩৫৫ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭০৫ পয়েন্টে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের প্রথম ঘণ্টায় ৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই সময়ে সিএসই সার্বিক সূচক ৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৩৯৭ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ১৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।
×