ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফিঙ্গারপ্রিন্ট রিডার উইন্ডোজ ফোনে

প্রকাশিত: ০৬:২৫, ১৮ মে ২০১৬

ফিঙ্গারপ্রিন্ট রিডার উইন্ডোজ ফোনে

দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে উইন্ডোজ ফোনেও যুক্ত হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট রিডার। সবকিছু ঠিক থাকলে এ বছরের জুলাইয়ে ডেস্কটপ ও মোবাইলের জন্য উইন্ডোজ ১০-এর একটি ‘এ্যানিভার্সারি আপডেট’ বাজারে আনবে মাইক্রোসফট। এর আগে ‘উইন্ডোজ হ্যালো’ নামে একটি ফিচার ছিল উইন্ডোজ ১০ অপারেটিংয়ে চালিত মোবাইলগুলোতে। এর মাধ্যমে ব্যবহারকারীর মুখ দেখে ফোন আনলক করা যেত। তবে সারাবিশ্বে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের জনপ্রিয়তা এত বেশি বেড়েছে যে, শেষ পর্যন্ত এ্যানড্রয়েড ও আইফোনের পর উইন্ডোজ ফোনও তাদের হ্যান্ডসেটে যোগ করছে ফিচারটি। উইন্ডোজ ১০-এ ফিঙ্গারপ্রিন্ট রিডার যুক্ত হওয়ার খবর মাইক্রোসফট তাদের উইনএইচইসি সম্মেলনে প্রথম নিশ্চিত করেছে। তারা জানায়, জুলাইয়ের আপডেটের সঙ্গে যোগ হওয়া ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উইন্ডোজ হ্যালোর সঙ্গে একসঙ্গে কাজ করবে। এইচপির এলিট এক্স ৩ হবে প্রথম স্মার্টফোন। যেখানে থাকবে উইন্ডোজ ১০-এর এই আপডেট। ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট ছাড়াও উইন্ডোজ ১০-এর বার্ষিক আপডেটে আরও কিছু পরিবর্তন থাকবে। এর মধ্যে রয়েছে মাইক্রোসফটের ব্রাউজার এজের এক্সটেনশন এবং রিয়েল-টাইম ওয়েব নোটিফিকেশন। -এনডিটিভি
×