ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে লেনদেন বাড়ল ৫ শতাংশ

প্রকাশিত: ০৩:০৬, ১৭ মে ২০১৬

পুঁজিবাজারে লেনদেন বাড়ল ৫ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মঙ্গলবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি পর্যায়ের বিনিয়োগকারীদের অংশগ্রহণে লেনদেনের পরিমাণও বেড়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দিনের তুলনায় প্রায় ৫ শতাংশ লেনদেন বেড়েছে। বাজার বিশ্লেষকদের মতে, অর্থনীতির সব সূচকই এখন উর্ধমুখী। শুধু মাত্র পুঁজিবাজারের সূচক ছিল নিম্নমুখী। সামগ্রিক অর্থনীতির প্রভাব পুঁজিবাজারে পড়তে কিছুটা সময় লেগে থাকে। হয়তো আস্তে আস্তে এইসব ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। এছাড়া সম্প্রতি তিনটি ব্যাংকের অতিরিক্ত বিনিয়োগ সীমা জটিলতা কেটে যাওয়ার পরে নতুন করে বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে। বৃহস্পতিবারে আরও একটি ব্যাংকের সমস্যা সমাধান হতে যাচ্ছে। সব কিছু মিলেও নতুন বিনিয়োগের সুযোগ বেড়ে যাওয়ায় অনেকেই আশাবাদী হয়ে উঠেছেন, যার প্রভাব মঙ্গলবারের বাজারে পড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে ৩০২ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় প্রায় ১৩ কোটি ৩৮ লাখ টাকা বেশি। সোমবার এই বাজারে লেনদেন হয়েছিল ২৮৮ কোটি ৬৪ লাখ টাকা। রবিবারে বাজারে পাঁচ মাসের সর্বনিম্ন ২৫৮ কোটি টাকার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩১৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৮৫টির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৩২৬ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৬৮৯ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো: লাফার্জ সুরমা সিমেন্ট, ডরিন পাওয়ার, বিএসআরএম লিমিটেড, ইউনাইটেড পাওয়ার, স্কয়ার ফার্মা, লিন্ডে বিডি, বে´িমকো লিমিটেড, বে´িমকো ফার্মা, প্রিমিয়ার সিমেন্ট ও ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : সালভো কেমিক্যাল, লাফার্জ সুরমা সিমেন্ট, জনতা ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, হাক্কানী পাল্প, আমান ফিড, সেন্ট্রাল ইন্স্যুরেন্স ও ন্যাশনাল পলিমার। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : অগ্রনী ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, শ্যামপুর সুগার মিল, মেঘনা কনডেন্স মিল্ক, ঝিল বাংলা সুগার, মাইডাস ফাইনান্স, ইউনাইটেড এয়ার, ইসলামী ব্যাংক ও এ্যাপেক্স ট্যানারি। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৩১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৩টির, কমেছে ৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : লাফার্জ সুরমা সিমেন্ট, বে´িমকো, বিএসআরএম লিমিটেড, অলিম্পিক এক্সেসরিজ, ডরিন পাওয়ার, প্রিমিয়ার সিমেন্ট, আইটিসি, ফারইস্ট লাইফ, কেডিএস এক্সেসরিজ ও ইউনাইটেড এয়ার।
×