ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে আগুন

প্রকাশিত: ০০:১৫, ১৭ মে ২০১৬

ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে আগুন

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের তৃতীয় তলায় এক চিকিৎসকের তালাবদ্ধ কক্ষে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে আতঙ্কে তৃতীয় তলার রোগীরা ছুটাছুটি শুরু করেন। এ সময় ইয়াসমীন (৩৫) নামে এক নারী অজ্ঞান হয়ে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটন্স্থালে এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার ইব্রাহিম জানান, মঙ্গরবার দুপুর পৌনে ২টার দিকে তৃতীয় তলার ওই কক্ষে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁেছ আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালানো হয়। কিছুক্ষনের মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ইলেকট্রেশিয়ান মোঃ জীবন জানান, রুম বন্ধ থাকা সত্ত্বেও এসি চালু ছিল। রুমের বন্ধের সঙ্গে সঙ্গে এসিও বন্ধ করে দিলে হয়তো এত ধোঁয়ার সৃষ্টি হতো না। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটের রোগী মনির হোসেন জানান, ইলেকট্রিকের শক থেকে আমার দু’হাত পুড়ে গেছে। এজন্য আমি আজই (মঙ্গলবার) বার্ন ইউনিটে ভর্তি হয়েছি। এখানেও আগুনের হাত হতে নিস্তার নেই।
×